Advertisement
Advertisement

Breaking News

Indian Football Team Intercontinental Cup

অমীমাংসিত ভারত-লেবানন ম্যাচ, আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে ফের মুখোমুখি দুই দল

গোলের সহজ সুযোগ নষ্ট করেন রহিম আলি।

India and Lebanon match ends in a goalless draw in Intercontinental Cup । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 15, 2023 9:39 pm
  • Updated:June 15, 2023 9:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিতল না ভারত। হারল না লেবাননও। ভারত ও লেবানন ম্যাচের ফয়সলা হল না বৃহস্পতিবার। গোলশূন্য ভাবে শেষ হল দুই দলের লড়াই। রবিবার ফাইনালে ফের দেখা হবে দু’ দলের। শেষ হাসি তোলা থাকবে কার জন্য? জবাব দেবে সময়। 

আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল ভারত। লেবাননের বিরুদ্ধে ম্যাচটা ছিল নেহাতই নিয়মরক্ষার। ভারতের বিরুদ্ধে নামার আগেই এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছিল লেবাননও। কারণ বৃহস্পতিবারের আরেকটি  ম্যাচে ভানুয়াতু হারিয়ে দেয় মঙ্গোলিয়াকে। ফলে ম্যাচের বল গড়ানোর আগেই ফাইনালের ছাড়পত্র জোগাড় করে ফেলেছিল লেবানন।

Advertisement

ইগর স্টিমাচের দলের বিরুদ্ধে লেবানন মরিয়া লড়াই করল। এদিনের ভারত-লেবানন ম্যাচটা হয়ে থাকল ফাইনালেরই ড্রেস রিহার্সাল। ম্যাচে গোল হল না বটে। তবে খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে গোলের সহজ সুযোগ নষ্ট করেন রহিম আলি। আশিকের পরিবর্ত হিসেবে নেমেছিলেন রহিম আলি। নিজেদের মধ্যে একাধিক পাস খেলে অনিরুদ্ধ থাপা গোলের গন্ধ মাখা বল বাড়িয়েছিলেন রহিম আলিকে। কিন্তু রহিম আলির বাঁ পায়ের শট অনেক দূর দিয়ে বেরিয়ে যায়। খেলার একেবারে শেষ লগ্নে পরিবর্ত হিসেবে নামা সুনীল ছেত্রীও অনিরুদ্ধ থাপার ফ্রি কিক থেকে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি। অবশ্য অনিরুদ্ধ থাপাও প্রথমার্ধে গোল করার সুযোগ নষ্ট করেন।

[আরও পড়ুন: ৮০ সেকেন্ডে গোল মেসির, প্রীতি ম্যাচে অজিদের হারাল আর্জেন্টিনা]

ম্যাচটার গুরুত্ব ছিল আরও একটি দিকে। লেবাননকে হারাতে পারলে ক্রমতালিকায় একশোর মধ্যে ঢোকার একটা সম্ভাবনা ছিল ভারতের। ক্রমতালিকায় লেবানন ভারতের আগে। তবে এদিন ভাগ্য সহায় থাকলে ম্যাচটা হয়তো জিততেও পারত স্টিমাচের ছেলেরা।

[আরও পড়ুন: সংবাদ প্রতিদিনের খবরে সিলমোহর, হাইব্রিড মডেলে ঘোষিত এশিয়া কাপের সূচি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement