Advertisement
Advertisement

Breaking News

India A Bangladesh A

৫১ রানে বাংলাদেশ এ দলকে হারালেন যশ ধুলরা, এমার্জিং কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় বিতর্ক।

India A wins against Bangladesh A and take on Pakistan in the final of Emerging Team Asia Cup 2023 । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 21, 2023 9:17 pm
  • Updated:July 21, 2023 9:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ এ (Bangladesh A) দলকে ৫১ রানে হারিয়ে এসিসি এমার্জিং কাপের (Emerging Cup) ফাইনালে গেল ভারত এ (India A) দল। রবিবার ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান (India vs Pakistan)।

টস জিতে এদিন বাংলাদেশ এ দল প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত এ দলকে। পুরো পঞ্চাশ ওভার ব্যাট করতে পারেনি ভারত। ৪৯.১ ওভারে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২১১ রানে। জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশ এ দল শেষ হয়ে যায় ১৬০ রানে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ম্যাচ জেতে ভারত। এসিসি এমার্জিং টিম এশিয়া কাপ ২০২৩-এর (ACC Emerging Team Asia Cup 2023) ভারত এ ও বাংলাদেশ এ-র (India A vs Bangladesh A) সেমিফাইনালে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তৈরি হল বিতর্ক। তৃতীয় আম্পায়ার দিলেন আউট। বাংলাদেশের ফিল্ডাররা উদযাপন শুরু করে দেন। কিন্তু এরপরই নাটক। ফিল্ড আম্পায়ার জানিয়ে দেন ভারতের ব্যাটসম্যান নিকিন জোসে আউট হননি। সবুজ আলো জ্বালিয়ে জানানো হল তিনি আউট নন। যদিও নিকিন জোসে জীবন ফিরে পেয়েও বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে।

Advertisement

[আরও পড়ুন: মিস করা যাবে না বিশ্বকাপের ভারত-পাক মহারণ, হাসপাতালের বেড ভাড়া করলেন সমর্থকরা!]

ভারতের ইনিংসে সর্বোচ্চ রান করেন যশ ধূল। ৮৫ বলে ৬৬ রান করেন তিনি। তাঁর পরেই রয়েছেন অভিষেক শর্মা। তিনি করেন ৩৪। বাংলাদেশ বোলারদের মধ্যে মেহেদি হাসান, তানজিম ও রাকিবুল ২টি করে উইকেট নেন।

বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন তানজিদ হাসান (৫১)। মহম্মদ নইম করেন ৩৮ রান। ভারতীয় বোলারদের নিশান্ত সিঁধু পাঁচ উইকেট নেন।

[আরও পড়ুন: ৭৬টি সেঞ্চুরির মালিক বিরাট, মাইলফলকের টেস্টে ছুঁলেন স্যর ডনকে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement