Advertisement
Advertisement
IND vs SA

IND vs SA: ভারতীয় দলে নেই রিঙ্কু! কেন গোলাপি জার্সি পরে মাঠে নামল দক্ষিণ আফ্রিকা?

দারুণ উদ্যোগ নিল প্রোটিয়া শিবির।

IND vs SA: Why South Africa team will wear pink jersey against Team India in 1st ODI, find out। Sangbad Pratidin

ভারতের বিরুদ্ধে গোলাপি জার্সি পরে মাঠে নামল দক্ষিণ আফ্রিকা। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 17, 2023 1:57 pm
  • Updated:December 17, 2023 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পরেও একদিনের দলে সুযোগ পেলেন না রিঙ্কু সিং (Rinku Singh)। প্রথম একদিনের ম্যাচে তাঁকে দলে নেয়নি টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। এদিকে অভিষেক হল সাই সুদর্শনের (Sai Sudharsan)। এদিকে চিরাচরিত সবুজ রঙের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামল না দক্ষিণ আফ্রিকা (South Africa)। বরং গোলাপি জার্সি পরল এডেন মার্করামের (Aiden Markram) দল।

আসলে দক্ষিণ আফ্রিকা স্তন ক্যানসার নিয়ে সচেতনতা তৈরি করতে চাইছে। সেই কারণেই গোলাপি জার্সি পরবে প্রোটিয়া দল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে সমর্থকদেরও গোলাপি জামা পরে আসতে বলে হয়েছে। এই ম্যাচের আয় তুলে দেওয়া হবে স্তন ক্যানসার আক্রান্তদের সাহায্য করার জন্য।

Advertisement

[আরও পড়ুন: বিদায়ী রনজিতে মনোজের হাতেই বাংলার ব্যাটন? আলোচনা তুঙ্গে]

দক্ষিণ আফ্রিকা এর আগে গোলাপি জামা পরে ১১টি একদিনের ম্যাচ খেলেছে। তার মধ্যে ৯ বার জিতেছে তারা। গোলাপি বলের ম্যাচেই ৩১ বলে শতরান করে ইতিহাস গড়েছিলেন এবি ডি ভিলিয়ার্স।

এবারের দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে টিম ইন্ডিয়া। এবার একদিনের সিরিজে কেএল রাহুলের দল কেমন পারফরম্যান্স করে সেটাই দেখার।

[আরও পড়ুন: মর্মান্তিক ঘটনা! রমন লাম্বা-ফিল হিউজের পর বাইশ গজের যুদ্ধে প্রয়াত ভারতীয় ক্রিকেটার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement