Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি কেমন? অকপটে জানিয়ে দিলেন বিরাট

বড় রানের অপেক্ষায় বিরাট কোহলি।

IND vs SA: Virat Kohli's 1st reaction after World Cup final loss। Sangbad Pratidin

ফের একবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করার জন্য মুখিয়ে রয়েছেন বিরাট। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 23, 2023 4:33 pm
  • Updated:December 23, 2023 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে (ICC World Cup 2023) হার এখন অতীত। পারিবারিক কারণে দেশে ফিরে এলেও, বিরাট কোহলির (Virat Kohli) মন-প্রাণ জুড়ে রয়েছে শুধুই টেস্ট ক্রিকেট। আরও সোজা কথায় লিখলে, টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা এখন শুধু দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়া নিয়ে ভাবনাচিন্তা করছেন। কাপযুদ্ধের ফাইনালে হারের পর এই প্রথমবার মুখ খুললেন ‘কিং কোহলি’ (King Kohli)।

সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে বিরাট বলেন, “আমার কাছে টেস্ট ক্রিকেটই সবকিছু। এই ফরম্যাটের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে নতুন কিছু বলার নেই। এমন কোন ফরম্যাট আছে যেখানে চার-পাঁচ দিন ধরে পারফর্ম করতে হয়? টেস্ট ক্রিকেটের প্রতি এই জন্য আলাদা ভালোলাগা রয়েছে। লাল বলের ক্রিকেটে পারফর্ম করতে পারলে নিজেকে ধন্য বলে মনে হয়।”

Advertisement

তাঁর আন্তর্জাতিক কেরিয়ার ১৫ বছরের হলেও, গত ১২ বছর ধরে টেস্ট খেলছেন বিরাট। ১১১টি টেস্টে বিরাটের রান ৮৬৭৬। সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২৫৪ রান। গড় ৪৯.২৯। সঙ্গে রয়েছে ২৯টি সেঞ্চুরি ও ২৯টি হাফ সেঞ্চুরি। এহেন বিরাট ফের বলেন, “এত ঐতিহ্যবাহী ফরম্যাটের সঙ্গে আমার নামও জড়িয়ে রয়েছে। দেখতে দেখতে আমিও ১১১টি টেস্ট খেলে ফেললাম। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় নিয়েই ভাবনাচিন্তা করছি। এবং সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।”

[আরও পড়ুন: ‘কেএল রাহুলের প্রতি অবিচার হচ্ছে!’ কেন এমন মন্তব্য করে গর্জে উঠলেন গম্ভীর?]

এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠেও বিরাট দারুণ পারফরম্যান্স করেছেন। ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত প্রোটিয়াদের দেশে বিরাট ৭টি টেস্ট খেলেছেন। এর ১৪ ইনিংসে তাঁর রান ৭১৯। গড় ৫১.৩৫। সর্বোচ্চ ১৫৩। সঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি। এহেন বিরাট এবার ব্যাট হাতে কেমন পারফর্ম করে সেটাই দেখার।

২০১৭-১৮ মরশুমে টেস্ট জেতার পর ২০২১-২২ সফরে ফের বিরাটের নেতৃত্বে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল দল। যদিও গত বার ভারতের কাছে টেস্ট সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ ছিল। তবে প্রথম টেস্ট জেতার পরেও, ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে যায় ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।

১৯৯২-৯৩ মরশুম থেকে এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই দেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা তো অনেক দূরের কথা মাত্র ৪টি ম্যাচ জিতেছে ভারত। এরমধ্যে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৬-০৭ মরশুমে প্রথমবার টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১১-১২ মরশুমে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ১-১ ফলাফলে সিরিজ শেষ করেছিল ভারত। এর পর দুবার বিরাটের অধিনায়কত্বে এসেছিল জোড়া জয়। ২০১৭-১৮ মরশুমে টেস্ট জেতার পর ২০২১-২২ সফরে ফের তাঁর নেতৃত্বে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল দল। এবার কি ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে ইতিহাস গড়তে পারবে? আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।

[আরও পড়ুন: ঋতুরাজের চোটে জাতীয় দলের দরজা খুলে গেল বাংলার অভিমন্যুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement