Advertisement
Advertisement
Virat Kohli

শচীনের ‘বিরাট’ রেকর্ড ভাঙতে চলেছেন কোহলি! কতটা কঠিন এই পথ?

ইতিহাস গড়তে পারবেন বিরাট কোহলি?

IND vs SA: Virat Kohli closer to breaking Rahul Dravid and Virender Sehwag, will he break the record of Sachin Tendulkar against South Africa?। Sangbad Pratidin

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে ব্যাটিং সাধনায় মগ্ন বিরাট। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 26, 2023 9:44 am
  • Updated:December 26, 2023 9:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ ম্যাচে সর্বাধিক ৭৬৫ রান। গড় ৯৫.৬২। সঙ্গে ছিল ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি। তবুও ‘ম্যান অফ দ্য সিরিজ’ বিরাট কোহলির (Virat Kohli) কাছে বিশ্বকাপ (ICC World Cup 2023) জয় অধরা ছিল। মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) কাছে হারের পর তাঁর বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল সেটা গোটা দুনিয়া জানে। তবে সেই ক্ষত ভুলে এবার সামনের দিকে তাকাতে চাইছেন টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। সেই লক্ষ্য সামনে রেখে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে নামছেন তিনি। এবং কাপযুদ্ধের পর আরও একবার আইকন শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভাঙতে পারেন। যদিও প্রোটিয়াদের বিরুদ্ধে সেই রেকর্ড ভাঙা মোটেও সহজ নয়। তবে বিরাট ফর্মে থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও বীরেন্দ্র শেহওয়াগকে ( Virender Sehwag) পিছনে ফেলে দিতেই পারেন।

প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের রান সংগ্রহের তালিকায় চার নম্বরে রয়েছেন বিরাট। ২০১৩-২০২২ পর্যন্ত ১৪টি টেস্টের ২৪ ইনিংসে তাঁর রান ১২৩৬। সর্বোচ্চ অপরাজিত ২৫৪ রান। গড় ৫৬.১৮। সঙ্গে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি। যদিও এই তালিকায় অবশ্য সবার উপরে রয়েছেন মাস্টার ব্লাস্টার। ১৯৯২-২০১১ পর্যন্ত ২৫টি টেস্টের ৪৫টি ইনিংসে শচীনের রান ১৭৪১। ৪২.৪৬ গড় বজায় রেখে সর্বোচ্চ রান ১৬৯। সঙ্গে রয়েছে ৭টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি। দুটি টেস্টে শচীনের রেকর্ড ভাঙতে হলে বিরাটকে আরও ৫০৫ রান করতে হবে। যা খুবই কঠিন।

Advertisement

তবে বিশ্বকাপের ফর্ম বজায় রাখতে পারলে বিরাট কিন্তু রাহুল ও বীরুর রেকর্ড অনায়াসে ভেঙে দিতেই পারেন। প্রোটিয়াদের বিরুদ্ধে রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় ভারতীয় ব্যাটার হলেন ‘নজফগড়ের নবাব’। ২০০১-২০১১ পর্যন্ত প্রোটিয়াদের বিরুদ্ধে ১৫টি টেস্ট খেলেছেন শেহওয়াগ। ২৬টি ইনিংসে তাঁর রান ১৩০৬। সর্বোচ্চ ৩১৯। গড় ৫০.২৩। সঙ্গে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরি। বীরুকে পিছিয়ে দিতে হলে বিরাটকে আর ৭০ রান করলেই চলবে।

[আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে অশ্বিন-জাদেজা জুটিকে দেখা যাবে? ভাজ্জির পছন্দের প্রথম একাদশ কেমন?]

এদিকে এই তালিকার তিন নম্বরে রয়েছেন বর্তমান হেড কোচ রাহুলের নাম। ১৯৯৬ থেকে ২০১১ পর্যন্ত ২১টি টেস্টের ৪০টি ইনিংসে ১২৫২। তাঁর সর্বোচ্চ রান ১৪৮। গড় ৩৩.৮৩। সঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি। এহেন রাহুলকে টপকে যেতে হলে বিরাটের দরকার আর মাত্র ১৬। সেই রান ছাপিয়ে যাওয়া বিরাটের পক্ষে জলভাতের মতো।

আন্তর্জাতিক কেরিয়ার ১৫ বছরের হলেও, গত ১২ বছর ধরে টেস্ট খেলছেন বিরাট। ১১১টি টেস্টের ১৮৭টি ইনিংসে বিরাটের রান ৮৬৭৬। সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২৫৪ রান। গড় ৪৯.২৯। সঙ্গে রয়েছে ২৯টি সেঞ্চুরি ও ২৯টি হাফ সেঞ্চুরি। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠেও বিরাট দারুণ পারফরম্যান্স করেছেন। ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত প্রোটিয়াদের দেশে বিরাট ৭টি টেস্ট খেলেছেন। এর ১৪ ইনিংসে তাঁর রান ৭১৯। গড় ৫১.৩৫। সর্বোচ্চ ১৫৩। সঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি। এহেন বিরাট এবার ব্যাট হাতে কেমন পারফর্ম করে সেটাই দেখার।

[আরও পড়ুন: অবিশ্বাস্য! হার্দিককে দলে নেওয়ার জন্য গুজরাটকে ১০০ কোটি ট্রান্সফার ফি দিয়েছে মুম্বই!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement