দ্বিতীয় ইনিংসে এভাবেই বোল্ড হলেন রোহিত। ছবি: এক্স হ্যান্ডেল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) আগে বড় রান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক পারলেন কোথায়! দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দুই ইনিংসে তাঁর রান ৫ ও ০। দুবারই তাঁকে সাজঘরে ফেরালেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। প্রথম ইনিংসে পঞ্চম ওভারের শেষ বলে রাবাডার শর্ট বল পুল করতে গেলে ডিপ ফাইন লেগে তাঁর ক্যাচ ধরেন নান্দ্রে বার্গার। একই অবস্থা দ্বিতীয় ইনিংসেও। এবার ২.৫ ওভারের মাথায় তাঁর স্টাম্প ভেঙে দেন প্রোটিয়া পেসার। ফলে এই নিয়ে হিটম্যানকে টেস্টে মোট ৭বার ফেরালেন রাবাডা।
এবার সেঞ্চুরিয়ানে নামার আগে ২০১৩ থেকে ২০১৮, দুবার প্রোটিয়াদের দেশে গিয়ে ৪ টেস্টের ৮ ইনিংসে রোহিতের রান ছিল মাত্র ১২৩। সর্বাধিক ৪৭। গড় ১৫.৩৭। এহেন রোহিত কি এবার নিজের পরিসংখ্যান আরও ভালো করতে পারবেন? সেটাই ছিল সবার প্রশ্ন। তবে প্রথম টেস্টে চূড়ান্ত ব্যর্থ হলেন। একইসঙ্গে দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতার মুখ দেখল ভারতীয় দল।
টেস্টে রোহিতের সবচেয়ে বেশি আউট হওয়ার লজ্জার নজির!
১) নাথান লিয়ন: ১২টি টেস্টে ৯ বার আউট
২) কাগিসো রাবাডা: ৭টি টেস্টে ৭ বার আউট
৩) প্যাট কামিন্স: ৭টি টেস্টে ৪ বার আউট
৪) জ্যাক লিচ: ৭টি টেস্টে ৪ বার আউট
৫) ভারনান ফিলান্ডার: ৬টি টেস্টে ৩ বার আউট
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.