Advertisement
Advertisement
Ravindra Jadeja

রোহিতের স্বস্তি বাড়িয়ে অনুশীলনে নামলেন জাদেজা, প্রোটিয়াদের বিরুদ্ধে খেলবেন?

দ্বিতীয় টেস্ট ভারতীয় দলে বদল ঘটতে পারে?

IND vs SA: Ravindra Jadeja starts training, likely to be available for second Test against South Africa। Sangbad Pratidin

জাদেজাকে খেলানোর জন্য মরিয়া হয়ে আছেন রোহিত। ছবি: এক্স হ্যান্ডেল।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 29, 2023 4:43 pm
  • Updated:December 29, 2023 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) এক ইনিংস ও ৩২ রানে হার। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে চরম ব্যাকফুটে টিম ইন্ডিয়া (Team India)। তবে এমন চাপের মুহূর্তেও রোহিত শর্মার (Rohit Sharma) জন্য স্বস্তির খবর। ‘আপার ব্যাক স্প্যাজম’-এর চোট সারিয়ে অনেকটাই সুস্থ রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সবকিছু ঠিকঠাক থাকলে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে পারেন তারকা অলরাউন্ডার। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। নতুন বছরের ৩ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় তথা শেষ টেস্ট।

বক্সিং ডে টেস্টের কিছুক্ষণ আগে চোট পেয়েছিলেন স্যর জাদেজা। টসের সময় রোহিত জানিয়ে দেন যে, খেলা শুরু হওয়ার পিঠে চোট পেয়েছিলেন এই অলরাউন্ডার। যদিও প্রথম টেস্ট শেষ হয়ে যাওয়ার পর তাঁকে অনেকটা সময় ধরে অনুশীলন করতে দেখা যায়। মুকেশ কুমার, রিঙ্কু সিংদের সঙ্গে ওয়ার্ম আপ করার পর তাঁকে প্রায় ৩০-৪০ মিটার স্প্রিন্ট টানতে দেখা যায়। এমনকি প্রায় ২০ মিনিট ধরে জাড্ডুকে নেটে বোলিং করতেও দেখা যায়।

Advertisement

[আরও পড়ুন: ১৪৬ বছরে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার! প্রোটিয়াদের বিরুদ্ধে কোন জোড়া রেকর্ড গড়লেন বিরাট?]

প্রত্যক্ষদর্শীদের মতে, জাদেজাকে আগের থেকে অনেকটাই সুস্থ দেখিয়েছে। অনুশীলনের সময় তাঁর মধ্যে কোনও জড়তা দেখা যায়নি। সেইজন্য তাঁর দ্বিতীয় টেস্ট খেলার আশা আরও বাড়ছে।

অবশ্য জাদেজাকে খেলানোর ব্যাপারটা আরও উজ্জ্বল হওয়ার কারণ হল, প্রথম টেস্টে একেবারেই ছন্দে ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ১৯ ওভারে ৪১ রান দিলেও মাত্র ১টি উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ অফ স্পিনার। তাঁকে অনায়াসে খেলেছিলেন ডিন এলগার ও মার্কো জ্যানসেন। তাই অশ্বিনের বদলে পরবর্তী টেস্টে জাদেজাকে দেখা যেতেই পারে। কারণ বিদেশে বোলিংয়ের পাশাপাশি ৬-৭ নম্বরে ব্যাট করে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাদেজা।

[আরও পড়ুন: ‘কেএল রাহুল, বিরাট ছাড়া বাকিদের অবস্থা খুব খারাপ!’ শুভমান, শ্রেয়সদের বিঁধলেন শচীন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement