Advertisement
Advertisement

Breaking News

বড় রান ভারতের, পাঁচ উইকেট খুইয়ে ধুঁকছে কুকবাহিনী

ভারত: ৪৫৫ (কোহলি-১৬৭, অশ্বিন-৫৮)আরও পড়ুন:কেরলের মাঠেও মুছল না গ্লানি, টানা ৫ ম্যাচে হার মহামেডানেরপ্রথম মহিলা হিসাবে নজির, ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন স্মৃতি Advertisement ইংল্যান্ড: ১০৩/৫ Advertisement ৩৬১ রানে পিছিয়ে ইংল্যান্ডআরও পড়ুন:পাকিস্তান কি আদৌ নিরাপদ? চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরিদর্শনে নিউজিল্যান্ডের প্রতিনিধিরাজাদেজার পর আকাশ দীপ, ইংরাজি না বলার ‘অপরাধে’ অজি মিডিয়ার তোপে তারকা পেসার দ্বিতীয় দিনের খেলা […]

Ind vs Eng 2nd test day 2 result
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 18, 2016 6:33 pm
  • Updated:November 18, 2016 6:33 pm  

ভারত: ৪৫৫ (কোহলি-১৬৭, অশ্বিন-৫৮)

ইংল্যান্ড: ১০৩/৫

Advertisement

৩৬১ রানে পিছিয়ে ইংল্যান্ড

দ্বিতীয় দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যখনই মাঠে নামেন কোনও না কোনও মাইলস্টোন ছুঁয়ে ফেলেন৷ আর নাহলে পুরনো কোনও রেকর্ড টপকে নিজের মুকুটে যোগ করেন নয়া পালক৷ সম্বৃদ্ধ করেন ক্রিকেট ইতিহাসকে৷ শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনও এমন সুবর্ণ সুযোগ এসেছিল বিরাট কোহলির দোরগোড়ায়৷ কিন্তু এবার তিনি ব্যর্থ৷ বাদ সাধল ৩৩টি রান৷ প্রথম তথা একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে তিনটি দ্বিশতরানের মালিক হয়ে যেতে পারতেন কোহলি৷ কিন্তু সেই নজির গড়া আটকে দিলেন মঈন আলি৷ নেতা কোহলির ড্রাইভ সোজা চলে যায় বেন স্টোকসের হাতে৷ ১৬৭ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে৷

এদিকে, প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ঝলসে উঠল রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট৷ ৫৮ রান করে দলকে ৪০০-র গণ্ডি পার করালেন তিনি৷ ঋদ্ধিমান (৩), জাদেজারা (০) যখন একে একে ব্যর্থ, তখন অ্যান্ডারসনদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় ভারতীয় স্পিনারের ব্যাট৷ পূজারা-বিরাট বড় রানের ভিতটা গড়ে দিয়ে গিয়েছিলেন৷ সেই মজবুত ভিতেই দলকে স্বস্তিজনক জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা সারলেন তিনি৷ অশ্বিনকে সঙ্গ দিলেন জয়ন্ত যাদব (৩৫)৷ জিমি (৩) ও মঈন আলির (৩) বোলিং ঝড়ে খুব বেশিক্ষণ টিকতে পারেননি টেল-এন্ডাররা৷

প্রথম টেস্টে ইংল্যান্ড অনায়াসে ৫০০ রান টপকে গিয়েছিল৷ ভাইজ্যাগে টিম ইন্ডিয়া কিন্তু তা করে দেখাতে পারল না৷ তবে বল হাতে অশ্বিনরা যেভাবে শুরু করলেন, তাতে বেশ চাপে কুকবাহিনী৷ ৮০ রানে পাঁচজনকে আউট করে ইংল্যান্ডকে এক্কেবারে কোণঠাসা করে দিতে সফল ভারতীয় বোলাররা৷ জো রুটের ৫৩ ছাড়া কেউ ১৫ রানও পেরোতে পারলেন না৷ অশ্বিনের ঝুলিতে এল দু’টি উইকেট৷ প্রথম টেস্টে জয় হাতছাড়া হয়েছে৷ নিজের ৫০তম টেস্টকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর কোহলি৷ আর তাই তাঁর একটাই লক্ষ্য, ইংল্যান্ডকে ফলো-অন করানো৷ তাতে তিনি কতটা সফল হবেন তা তো সময়ই বলবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement