Advertisement
Advertisement

শনিবার ইডেনের বুকে শুরু গোলাপি বলের টেস্ট ম্যাচ

চলতি বছরের শেষের দিকে প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলার কথা টিম ইন্ডিয়ার৷ প্রতিপক্ষ কে হবে যদিও এখনও চূড়ান্ত হয়নি৷ নিউজিল্যান্ডের খেলার কথা থাকলেও কিউয়ি বোর্ড বেঁকে বসেছে৷

In Kolkata, India set to test pink-ball waters in CAB Super League final
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2016 5:10 pm
  • Updated:June 17, 2016 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেন গার্ডেন্স৷ ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে সাম্প্রতিককালের ওয়ানডে-তে রোহিত শর্মার সর্বোচ্চ ২৬৪ রান৷ শচীন তেণ্ডুলকরের ১৯৯ তম টেস্ট ম্যাচ থেকে কপিল দেবের ওয়ানডে জয়ের হ্যাটট্রিক৷ নানা ইতিহাসের সাক্ষী হয়েছে ক্রিকেটের নন্দনকানন৷ ফের ইডেনের বুকে লেখা হতে চলেছে নয়া ইতিহাস৷ দেশের মাটিতে প্রথমবার গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলা হবে ভারতীয় ক্রিকেটের মক্কাতেই৷

চলতি বছরের শেষের দিকে প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলার কথা টিম ইন্ডিয়ার৷ প্রতিপক্ষ কে হবে যদিও এখনও চূড়ান্ত হয়নি৷ নিউজিল্যান্ডের খেলার কথা থাকলেও কিউয়ি বোর্ড বেঁকে বসেছে৷ ফলে বিসিসিআই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বোর্ডকেও টেস্ট খেলার প্রস্তাব পাঠিয়ে দিয়েছে৷ বিরাট অ্যান্ড কোম্পানি আন্তর্জাতিক মোকাবিলায় নামার আগে বল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গেল৷ ঘরোয়া ক্রিকেটে এই বল ব্যবহার করে দেখা হবে দিন-রাতের টেস্টে গোলাপি রং কোনওভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না৷ চলতি বছরই অ্যাডিলেডে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড টেস্টে গোলাপি বল ব্যবহৃত হয়েছিল৷ যদিও ক্রিকেটাররা তাতে সন্তুষ্ট ছিল না৷ সেই কারণেই এই বলে আগে ঘরোয়া ক্রিকেট খেলা হবে৷ শনিবার চার দিনের ম্যাচে সিএবি-র সুপার লিগ ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান ও ভবানীপুর৷ আর সেই ম্যাচেই ব্যবহার করা হবে গোলাপি বল৷ দিন রাতের এই ম্যাচ শুধু টিভিতেই নয়, ইডেনের গ্যালারিতে বসেও দেখা যাবে৷ তাও আবার এক্কেবারে বিনামূল্যে৷ সিএবি থেকে ফ্রি এন্ট্রি পাস জোগাড় করে নিতে পারলেই কেল্লাফতে৷

Advertisement

সুপার লিগের ফাইনাল সুষ্টভাবে আয়োজন করতে বদ্ধ পরিকর সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ যে বেসরকারি চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখা যাবে, সেই চ্যানেলে ম্যাচের প্রচারেও দেখা যাচ্ছে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে৷ দিনরাতের এই খেলা মানুষকে মাঠে টেনে আনবে বলে মনে করেন সৌরভ৷ গোলাপি বলে খেলা৷ তাই গোটা স্টেডিয়ামের রং বদলে গিয়েছে৷ ইডেন এখন গোলাপি আলোময়৷ বাতাবরণ বদলে মানুষকে কাছে টানার চেষ্টা৷ নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিন ম্যাচ প্রচারের ভিডিওটি৷

https://www.facebook.com/starsportsindia/videos/853549744789566/

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement