Advertisement
Advertisement

শচীনের থেকে এগিয়ে বিরাটই, বললেন ইমরান

প্রাক্তন পাক অধিনায়ক শুরুটা করলেন টেকনিক ও প্রতিভার দিক থেকে৷

Imran Khan said Virat Kohli is better than Sachin Tendulkar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 22, 2016 2:41 pm
  • Updated:November 22, 2016 7:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ল্যাশ অফ দ্য টাইটানস৷ এই লড়াই বহুদিনের৷ কিন্তু ক্রিকেট বিশ্বে যে তারকাকেই প্রশ্ন করা হয়েছে কে এগিয়ে, সযত্নে এড়িয়ে গিয়েছেন তাঁরা৷ ইমরান খান অবশেষে তুলনাটা টেনেই ফেললেন৷ বলে দিলেন, টেম্পার্টমেন্টের ক্ষেত্রে শচীন তেণ্ডুলকরকে অনেকটা পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি৷

কী বললেন ইমরান? প্রাক্তন পাক অধিনায়ক শুরুটা করলেন টেকনিক ও প্রতিভার দিক থেকে৷ বললেন, “শচীন আর কোহলির মধ্যে তুলনা টানা খুব কঠিন৷ দু’জনেরই দারুণ ট্যালেন্ট৷ আর টেকনিকের কথা তো ছেড়েই দিন৷ শচীন এতদিন হল খেলা ছেড়েছে৷ এখনও লোকের মুখে ওর নাম শোনা যায়৷ এতেই পরিষ্কার, ও কত বড় মানের ক্রিকেটার৷” এরপর তিনি ঢুকে পড়লেন আসল বিষয়টায়৷ জানালেন, “একটা ব্যাপারেই বিরাট কোহলি ওর থেকে এগিয়ে৷ আর সেটা হল টেম্পার্টমেন্ট৷ বিরাটকে দেখুন, বিশ্বের সবরকম উইকেটে সবরকম প্রতিপক্ষরে বিরুদ্ধে পারফর্ম করছে৷ চাপের মধ্যে শচীন কিন্তু এটা সবসময় করে দেখাতে পারেনি৷ ফারাকটা এখানেই৷” ইমরান যেন কোহলির প্রশংসা না করে থামতে পারছিলেন না৷ বলে চলেন, “আমার দেখা সেরা ক্রিকেটারদের মধ্যে কোহলি অন্যতম৷ কারণ ও কমপ্লিট ক্রিকেটার৷ কোহলি জানে মাঠে ও মাঠের বাইরে কীভাবে সামঞ্জস্য রেখে চলতে হয়৷ ও পারফেক্ট৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement