সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে থেকে শুরু কলকাতা লিগ? এটাই এখন প্রশ্ন দুই প্রধানের সমর্থকের মনে। একদিকে ইনভেস্টর পেয়ে মশালের আগুনে নতুন করে ইন্ধন পাওয়া ইস্টবেঙ্গল সমর্থকদের চোখে হ্যাটট্রিকের হ্যাটট্রিক করার স্বপ্ন। আরেকদিকে দায়িত্বে থাকা কর্তাদের ব্যর্থতায় স্পনসর আসা তো দূর, উল্টে বিভিন্ন সমস্যায় জর্জরিত মোহনবাগান সমর্থকদের মনে আট বছরের লিগ না পাওয়ার হতাশা মেটানোর আকাঙ্খা। কিন্তু আসল উত্তর নেই কারও কাছে। কিন্তু কেন এই অবস্থা? দায় কার? আইএফএ? না অন্য কারও?
সুতারকিন স্ট্রিটে কান পাতলে শোনা যাবে লিগ শুরু করার যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলেছে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। তাহলে কেন শুরু করা যাচ্ছে না লিগ? আসলে বহুদিন আগে থেকেই ঠিক হয়ে আছে এবার নিজেদের মাঠেই খেলবে তিন প্রধান। শেষ কয়েকবছর গড়ের মাঠে খেলা ফেরার পর সমর্থকদের চাহিদা উঠেছে তুঙ্গে। গতবার সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল মোহনবাগান। নৈশালোকে ঘরের মাঠে খেলা দেখতে ভিড় করেছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। আর এবার তো বাকি দুই প্রধানের মাঠেও লেগে গিয়েছে ফ্লাডলাইট। তাই শুধু ঘরের মাঠেই নয়। তিন প্রধানের ম্যাচগুলিকে রাতের বেলায় করার পরিকল্পনা নিয়েছে আইএফএ। সবই প্রায় তৈরি। বাকি শুধু পূর্ত দফতর ও পুলিশের পর্যবেক্ষণ করে অনুমতি। সেটাই এতদিন হচ্ছিল না। আসলে ২১ জুলাই শাসক দলের শহিদ দিবসের নিরাপত্তা নিয়ে রাতের ঘুম এক হয়ে গিয়েছিল কলকাতা পুলিশের। আশা করা যাচ্ছে সোমবার তারা সময় দেবে ও ঘুরে দেখবে তিন প্রধানের মাঠ।
এর পাশাপাশি লিগ শুরু করার বাকি প্রক্রিয়াও শুরু করে দিচ্ছে আইএফএ। সোমবার বিকেলে হয়ে যাচ্ছে প্রিমিয়ার এ ডিভিশনের লটারি। অর্থাৎ কোন দল, কাদের বিরুদ্ধে কোন রাউন্ডে খেলবে, ঠিক হয়ে যাবে সোমবার। বাকি থাকবে শুধু দিন ঠিক করা। আপাতত যা পরিস্থিতি, তাতে আগস্টের প্রথম সপ্তাহেই শুরু হয়ে যেতে পারে নতুন মরশুমের কলকাতা লিগের সর্বোচ্চ ডিভিশন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.