Advertisement
Advertisement

আগামী বছর কলকাতা লিগে খেলবে অরূপ, ববিদের দল

মোটা টাকার বিনিময়ে মিলছে খেলার অনুমতি।

IFA to allow new clubs to enter CFL
Published by: Subhajit Mandal
  • Posted:December 16, 2018 6:10 pm
  • Updated:December 16, 2018 6:10 pm  

স্টাফ রিপোর্টার: আপনি কি চাইছেন কলকাতা লিগে আপনার পাড়ার ক্লাবকে খেলাতে? তা হলে চিন্তার কোনও কারণ নেই। দশ লাখ টাকা পকেটে রাখুন। আর আইএফএ-তে আবেদন পত্র জমা দিন। তা হলেই চলবে। না, এখানে একটু ভুল বললাম, পাঁচ লাখ হলেও চলবে। সেক্ষেত্রে পঞ্চম ডিভিশনে আপনার দল খেলবে। দশ লাখ ও সাড়ে সাত লাখে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ডিভিসনে দল খেলার অনুমতি পাবে।

[শহরে ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে, নিরাপত্তার চাদরে ঢাকল যুবভারতী]

শনিবার ছিল আইএফএ গভর্নিং বডির সভা। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আবেদনকারীদের নানা অঙ্কের মোটা অর্থ দিয়ে ঘরোয়া লিগে বিভিন্ন ডিভিশনে খেলতে হবে। আপাতত রাজ্যের তিন জন ডাকসাইটে মন্ত্রী-নেতা কলকাতা লিগে খেলতে চেয়ে আবেদন করেছে। এঁরা হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের দল চেতলা অগ্রণী সংঘ, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তথা বিওএ সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়ের শৈলেন মান্না ফুটবল অ্যাকাডেমি। নির্দিষ্ট টাকা আইএফএ-তে জমা দিলেই এই তিন দল আগামী মরশুমে কলকাতা লিগে খেলতে পারবে। অর্থের পরিমাণের উপর নির্ভর করবে কোন দল কোন ডিভিশনে খেলবে।

Advertisement

[ডার্বির আগে কড়া হুঁশিয়ারির মুখে ইস্টবেঙ্গল, চিন্তায় ক্লাবকর্তারা]

আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “গভর্নিং বডি আমাকে দলগুলোর সঙ্গে কথা বলতে বলেছে। তবে পাড়ার ক্লাবকে খেলার সুযোগ দেব না। যারা খেলার প্রসারের সঙ্গে যুক্ত তাদের নেওয়া হবে।” সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, তালতলা দীপ্তি সংঘের নাম বদলে এবার হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সেই সঙ্গে জেলায় জেলায় ফ্রাঞ্চাইজি দল ফুটবল ম্যাচ চালানোর অনুমতি দিল আইএফএ গভর্নিং বডি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement