Advertisement
Advertisement

Breaking News

বাগানের দাবি মানায় কেটে যাচ্ছে ডার্বি-জট

বাগান কর্তারা বলেন, ডার্বি ম্যাচে দু'টি ক্লাবকে ২৫ শতাংশ করে টিকিট দেওয়া হোক৷ আই এফএ রাখুক বাকি ৫০ শতাংশ৷ আইএফএ সচিব মোহনবাগানের এই দাবীও অস্বীকার করেননি৷

IFA talks to mohunbagan officials regarding Derby
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 24, 2016 1:40 pm
  • Updated:August 24, 2016 2:11 pm  

স্টাফ রিপোর্টার: মোহনবাগানের দাবি কার্যত মেনে নিতে চলেছে আইএফএ৷ তাই ডার্বি না খেলার সিদ্ধান্ত থেকেও সরছে মোহনবাগান৷

মোহনবাগান-ইস্টবেঙ্গলের যে প্রদর্শনী ম্যাচের জন্য আইএফএর রমরমা, স্পনসরের আধিক্য, সেই ম্যাচের লভ্যাংশের একটা অংশ দুই ক্লাবকে দিতে হবে৷ সঙ্গে ওই ম্যাচের টিকিটেরও ভাগ চায় তারা৷ এই দাবি না মানা হলে, এবার কলকাতা লিগের প্রদর্শনী ম্যাচ খেলা সম্ভব নয় বলে জানিয়েছিলেন সবুজ-মেরুন কর্তারা৷

Advertisement

এনিয়ে মোহনবাগানের তিন কর্তা অঞ্জন মিত্র, সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্তর সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়৷ উৎপলবাবু অঞ্জন মিত্রদের জানান, “আইএফএর লভ্যাংশ থেকে ক্লাবগুলিকে টাকা দিতে আমাদের কোনও আপত্তি নেই৷ কিন্তু ঘটনা হচ্ছে, এই মরশুমে টিভি স্বত্ত্ব থেকে আমরা কোনও টাকাই পাচ্ছি না৷ আমরাই যদি টাকা না পাই, তাহলে আর ক্লাবগুলিকে কীভাবে দেব৷ যখন আমরা স্পনসর থেকে টাকা পাব, তখন ক্লাবগুলিও পাবে৷”

ওঠে টিকিট প্রসঙ্গ৷ বাগান কর্তারা বলেন, ডার্বি ম্যাচে দু’টি ক্লাবকে ২৫ শতাংশ করে টিকিট দেওয়া হোক৷ আইএফএ রাখুক বাকি ৫০ শতাংশ৷ আইএফএ সচিব মোহনবাগানের এই দাবিও অস্বীকার করেননি৷ আলোচনার শেষে মোহনবাগান সহ-সচিব সৃঞ্জয় বোস বলছিলেন, “আমরা কখনই নিজেদের সুবিধের জন্য বলিনি৷ ইস্টবেঙ্গলেরও সুবিধে হবে৷ আইএফএ আমাদের দাবিগুলি মেনে নিয়েছে৷” তাহলে কি মোহনবাগান ডার্বি খেলছে? সৃঞ্জয় বোস বলেন, “আইএফএ সচিবের সঙ্গে এদিন আমাদের যা আলোচনা হয়েছে, তার সবটাই কার্যকরী কমিটির সদস্যদের সামনে তুলে ধরব৷ তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে৷”

প্রসঙ্গত উল্লেখযোগ্য, এর আগে মোহনবাগান সচিব অঞ্জন মিত্রর দাবির জন্যই বিশ্বকাপ দেখতে যাওয়ার টিকিট বন্টন নিয়ে স্বচ্ছতা এনেছে ফেডারেশন৷ এবার মোহনবাগানের দাবির জন্যই সরকারিভাবে দুই ক্লাবের জন্য ডার্বিতে ২৫ শতাংশ টিকিট দিতে রাজি হচ্ছে আইএফএ৷ আজ একই ইস্যুতে ইস্টবেঙ্গলের সঙ্গে আলোচনায় বসছে আইএফএ৷

এর বাইরে আপাতত যা পরিস্থিতি, তাতে প্রশাসনের আপত্তিতে মোহনবাগান মাঠে ডার্বি হচ্ছে না৷ হাতে এখন শুধু বারাসত স্টেডিয়াম৷ বারাসতে হলে সাধারণের জন্য কোনও টিকিট বিক্রি হবে না ডার্বিতে৷ আইএফএ সচিব জানালেন, এটিকের সঙ্গে রবীন্দ্র সরোবর নিয়ে একবার কথা বলবেন৷ যদি পাওয়া যায়৷ তবে, সম্ভাবনা খুবই কম৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement