Advertisement
Advertisement

Breaking News

টালিগঞ্জ ম্যাচের রিপ্লে পাচ্ছে মোহনবাগান, সিদ্ধান্ত আইএফএ-র

১৪ সেপ্টেম্বরের পর ম্যাচের রিপ্লে হবে বলে জানিয়েছে আইএফএ৷

IFA decides to held Mohunbagan vs Tollygunge match replay
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 31, 2016 7:45 pm
  • Updated:August 31, 2016 8:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান বনাম টালিগঞ্জ অগ্রগামী ম্যাচের রিপ্লে হবে৷ বুধবার আইএফএ-তে লিগ সাব কমিটির বৈঠকের পর নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়৷

গত সোমবার ঘরের মাঠে মোহনবাগান বনাম টালিগঞ্জের ম্যাচকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আজহারের গোল অফসাইড বলে বাতিল করে দেন সহকারী রেফারি উজ্জ্বল হালদার৷ ম্যাচের ফল তখন ১-১৷ তারপরই রণক্ষেত্রের চেহারা নেয় মোহনবাগান মাঠ৷ রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে নেমে আসেন হাজার হাজার সমর্থক৷ সেই কারণে আর খেলা শুরু করা যায়নি৷ ম্যাচ কমিশনার উজ্জ্বল হালদার মঙ্গলবার ম্যাচের রিপোর্ট জমা দিয়েছিলেন৷ সেখানে উল্লেখ করা হয়েছে, আইনি শৃঙ্খলা অবনতির জন্যই ম্যাচ শুরু করা সম্ভব হয়নি৷ আর সেই কারণেই ম্যাচ রিপ্লের সিদ্ধান্ত নিল আইএফএ৷ ১৪ সেপ্টেম্বরের পর ম্যাচের রিপ্লে হবে বলে জানিয়েছে আইএফএ৷

Advertisement

কিন্তু তাতেও যে বরফ গলল, সে কথা বলা যাবে না৷ কারণ মোহনবাগান নিজেদের সিদ্ধান্তে এখনও অনড়৷ ক্লাব আইএফএ-কে আগেই লিখিতভাবে জানিয়ে ছিল, সিকোয়েন্স মেনে ম্যাচের রিপ্লে না দেওয়া হলে চলতি কলকাতা লিগে আর কোনও ম্যাচ খেলবে না সবুজ-মেরুন ব্রিগেড৷ বাগান সহ-সচিব সৃঞ্জয় বোস এদিন সে কথা আরও একবার জানিয়ে দিলেন৷

 

অথচ ৭ তারিখ ডার্বির দিন চূড়ান্ত হয়ে গিয়েছে৷ ইস্টবেঙ্গলও জানিয়ে দিয়েছে, ৭ সেপ্টেম্বরের পর তাদের পক্ষে ডার্বি খেলা মুশকিল৷ কারণ তারপরই আইএসএল-এর জন্য ফুটবলার ছেড়ে দিতে হবে৷ সেক্ষেত্রে সিকোয়েন্স মেনে ম্যাচ দিতে হলে লিগের পুরো ক্রীড়াসূচিই প্রায় বদলে ফেলতে হবে৷

এদিকে, টালিগঞ্জ অগ্রগামী রিপ্লে ম্যাচ না খেলার সিদ্ধান্তেই অনড়৷ তাই সবমিলিয়ে এখনও বিপাকে আইএফএ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement