Advertisement
Advertisement

বোর্ড সভাপতির পদ হারিয়ে এই প্রতিক্রিয়াই দিলেন অনুরাগ

লোধা কমিটির সঙ্গে যে তাঁর কোনও ব্যক্তিগত লড়াই নেই, তাও জানিয়ে দেন অনুরাগ৷

“If SC feels BCCI would do better run under retired judges, I wish them all the best,” Anurag
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 2, 2017 6:14 pm
  • Updated:August 12, 2021 5:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙবেন তবু মচকাবেন না৷ সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদ খোয়ানোর পর অনুরাগ ঠাকুরের ভাবটা অনেকটা এমনই৷ মুখে শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানালেও তাঁর প্রতিক্রিয়া কিন্তু অন্য কথা বলছে৷

আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে বিসিসিআই-কে লোধা কমিটির সুপারিশ মেনে চলার নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত৷ কিন্তু আদালতের কথা কানে তোলেনি অনুরাগ অ্যান্ড কোম্পানি৷ ফলস্বরূপ, সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে বহিষ্কৃত করা হল অনুরাগকে৷ সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয় অজয় শিরকেকেও৷ আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে অনুরাগ বলেন, “সুপ্রিম কোর্ট যদি মনে করে প্রাক্তন বিচারপতিদের তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেট বোর্ড বেশি ভাল কাজ করবে, তাহলে তার জন্য শুভেচ্ছা রইল৷ আমি নিশ্চিত তাঁদের হাতে ভারতীয় ক্রিকেটের আরও উন্নতি হবে৷” লোধা কমিটির সঙ্গে যে তাঁর কোনও ব্যক্তিগত লড়াই নেই, তাও জানিয়ে দেন অনুরাগ৷” বিসিসিআই দেশের সেরা ক্রিকেট প্রশাসন৷ বোর্ডের সৌজন্যেই প্রতিটি রাজ্যের ক্রিকেট সংস্থার পরিকাঠামো এত উন্নত৷ বিশ্বের অন্য কোনও দেশে যা দেখা যায় না৷ আমার সঙ্গে কারও কোনও ব্যক্তিগত লড়াই নেই৷ যে টুকু করেছি, পুরোটাই দেশের স্বায়ত্তশাসিত ক্রিকেট সংস্থার জন্য৷” বলেন অনুরাগ৷

Advertisement

এদিকে, আদালতে মিথ্যে বয়ান দেওয়ার জন্য ৭ বছর পর্যন্ত জেল হতে পারে অনুরাগ ঠাকুরের৷ যদিও তা নিয়ে এদিন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement