Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: ক্যাপ্টেন্স মিটে কি ঘুমোচ্ছিলেন? আজব সাফাই দক্ষিণ আফ্রিকা অধিনায়কের

কী বললেন বাভুমা?

ICC World Cup 2023: South Africa captain Temba Bavuma gives reply after his sleeping picture goes viral । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 5, 2023 3:39 pm
  • Updated:October 5, 2023 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাপ্টেন্স মিটে ঘুমোচ্ছেন দক্ষিণ আফ্রিকার (South Africa) অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। এই ছবি ছড়িয়েছে সোশাল মিডিয়ায়। বার্মি আর্মি বাভুমার ছবি পোস্ট করে লিখেছে, বিশ্বকাপের ক্যাপ্টেনদের সম্মেলনে বাভুমা ঘুমোচ্ছেন। তাঁকে নিয়ে যখন চর্চা চলছে ঠিক সেই সময়ে প্রোটিয়া অধিনায়ক মুখ খুললেন। জানিয়ে দিলেন তিনি মোটেও ঘুমোননি। বার্মি আর্মির ওই পোস্টে বাভুমা লিখেছেন, ”এ তো ক্যামেরা অ্যাঙ্গেলেরই দোষ। আমি মোটেও ঘুমোইনি।”

অনরিখ নোখিয়া ও সিসান্দা মাগালা চোটআঘাতের জন্য মেগাটুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। আসল সময়ে অবশ্য প্রোটিয়ারা নিজেদেরকে নিয়ে গিয়েছে অন্য এক উচ্চতায়। 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের শুভ সূচনা, বিশ্বজয়ের স্মৃতি উসকে ফের ট্রফি হাতে শচীন]

 

গত মাসে দক্ষিণ আফ্রিকা ৩-২ ফলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। একসময়ে সিরিজে ২-০-এ পিছিয়েছিল প্রোটিয়ারা। সেখান থেকে প্রত্যাবর্তন ঘটায় দক্ষিণ আফ্রিকা। শেষ তিনটি ম্যাচে ১০০-র বেশি রানে অজিদের হারায় দক্ষিণ আফ্রিকা। ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ বাভুমাদের। 

 

দক্ষিণ আফ্রিকা চিরকালের চোকার্স। আসল সময়ে গোটা দল চাপের মুখে ভেঙে পড়ে। এবারের বিশ্বকাপে কি ইতিহাসের চাকা ঘোরাতে পারবে বাভুমার দল? প্রতিবারের বিশ্বকাপ আসে আর এই একই প্রশ্ন ঘোরাফেরা করে ক্রিকেটমহলে। উত্তরের খোঁজে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। 

[আরও পড়ুন: Asian Games: এশিয়াডে ভারতের কুড়িতম সোনা, স্কোয়াশে চ্যাম্পিয়ন দীপিকা-হরিন্দার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement