সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের বলই গড়ায়নি। অথচ ভারত-পাক ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। পাকিস্তানের বিপজ্জনক বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি (Shaheen Afridi) আগেই জানিয়ে দিলেন, গোটা টুর্নামেন্টের দিকেই নজর দেওয়া উচিত পাকিস্তানের। শুধুমাত্র ভারতের সঙ্গে ম্যাচ নিয়ে ভাবলে চলবে না।
সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ। সেই ম্যাচের দিকেই তাকিয়ে সবাই। যে কোনও টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আবেগের ফল্গুধারা। আফ্রিদি বলছেন, ”কেবলমাত্র ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবলে চলবে না। কারণ এটা কেবলমাত্র একটি ম্যাচ। এর বেশি কিছু নয়। তার পরিবর্তে কীভাবে বিশ্বকাপ জেতা যায়, সেই ব্যাপারে আমাদের ফোকাস করা উচিত। দল হিসেবে এটাই আমাদের লক্ষ্য।”
দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিন আফ্রিদির শিকার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হাঁটুর চোটের জন্য নিজের কোটার চার ওভার শেষ করতে পারেননি আফ্রিদি। কোটার চার ওভার শেষ করতে পারলে হয়তো ইংল্যান্ডের জেতা কঠিন হত।
গত মাসে পাকিস্তান ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। এর আগে গত জুলাইয়ে শ্রীলঙ্কায় হাঁটুতে চোট পান আফ্রিদি। চোটের জন্য ঘরের মাঠে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে পারেননি আফ্রিদি।
পাক পেসার বলছেন, ”আমি টেস্ট ক্রিকেট মিস করছি। এই ফরম্যাট থেকে দূরে সরে থাকা আমার পক্ষে কঠিন। টেস্ট ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটানোই আমার লক্ষ্য।” টেস্টে দারুণ প্রত্যাবর্তন নিয়ে ভাবতেই পারেন আফ্রিদি, কিন্তু বিশ্বকাপকে যে পাখির চোখ করছেন এই বাঁ হাতি পেসার, তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.