Advertisement
Advertisement

Breaking News

India vs England

ICC world Cup 2023: আজ শুরু রোহিতদের বিশ্বকাপের প্রস্তুতি, গুয়াহাটিতে ভারত-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি!

শক্তি ও দুর্বলতা যাচাই করে নেবেন রোহিত শর্মা।

ICC world Cup 2023: Rain threat in India vs England warm up match । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 30, 2023 12:33 pm
  • Updated:September 30, 2023 12:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতিতে আজ শনিবার নামছে ভারত। গুয়াহাটিতে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড (India vs England)। বৃষ্টির ভ্রুকুটি রয়েছে দুই দেশের ওয়ার্ম আপ ম্যাচে। বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে রোহিতদের বিশ্বকাপের প্রস্তুতি। 

সদ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে উঠেছে ভারত। আজ শনিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম একাদশ দেখে নেওয়ার সুযোগ থাকছে টিম ইন্ডিয়ার সামনে। অজিদের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডেতে ভারত একাধিপত্য দেখিয়েছে। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ভারতীয় দলে কিছু পরিবর্তন আনা হয়। সেই ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার কাছে সম্মানরক্ষার। অজিরা অবশ্য ওই ম্যাচ জিতে সিরিজের ব্যবধান কমায়। বিশ্বকাপে ৮ অক্টোবর নামছে ভারত। প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। সেই ম্যাচের ফলাফল কী হবে, তা বলবে সময়। তবে তার আগে ভারত খেলবে দুটি ওয়ার্ম আপ ম্যাচ। 

Advertisement

[আরও পড়ুন: ICC World Cup 2023: ভারতকে ‘দুশমন মুলুক’ বলে সমালোচিত, চাপের মুখে উলটো সুর জাকার]

ইংল্যান্ড শক্তিশালী দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে ছিটকে গিয়েছিল ভারত। টিম ইন্ডিয়ার রান তাড়া করতে নেমে ইংল্যান্ড বিনা উইকেটে ম্যাচ জিতে নেয়। সেই ইংল্যান্ডও ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নিজেদের শক্তি ও দুর্বলতা দেখে নিতে চাইবে, তা বলাই বাহুল্য। 

[আরও পড়ুন: ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেও মুছলেন বিশ্বকাপে ‘বাদ’ অক্ষর? ব্যাপারটা কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement