Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: বিশ্বকাপে যুবির ভূমিকায় দেখা যাবে এই ক্রিকেটারকে, কাকে নিয়ে বাজি ধরছেন শ্রীকান্ত?

২০১১ বিশ্বকাপে যুবি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।

ICC World Cup 2023: Krishnamachari Srikkanth thinks Ravindra Jadeja will play the role of Yuvraj Singh in this World Cup । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Krishanu Mazumder
  • Posted:June 28, 2023 8:05 pm
  • Updated:June 28, 2023 8:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১-র যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ছায়া দেখছেন রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মধ্যে। যে সে নন, ১৯৮৩ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত এমনটাই মনে করছেন।

প্রায় এক যুগ আগের সেই বিশ্বকাপে (ICC World Cup 2023) যুবি ব্যাটিং ও বোলিং বিভাগে অবদান রেখেছিলেন। ব্যাট হাতে ৩৬২ রান করেছিলেন যুবরাজ। বোলিং করে ১৫টি উইকেট নেন তিনি। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন যুবি। এবারের বিশ্বকাপে যুবরাজের ভূমিকায় রবীন্দ্র জাদেজাকে দেখা যাবে বলে মনে করছেন শ্রীকান্ত।

Advertisement

[আরও পড়ুন: এবারের বিশ্বকাপই কি শেষ বিরাট-রোহিতদের? সৌরভ বললেন…]

ভারতের প্রাক্তন মারকুটে ওপেনার বলছেন, ”ভারতীয় কন্ডিশনে কিছু উইকেটে বল খুব ঘোরে। অস্ট্রেলিয়ার মতো বাউন্সি উইকেট নয়। ইংল্যান্ডের আবহাওয়ায় বল যেরকম মুভ করে, ভারতের পিচে সেরকম হবে না। ঘরের মাঠের সুবিধা নেবে ভারত। এখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে পরিচিত ভারতের ক্রিকেটাররা।”

২০১১ সালের বিশ্বকাপে ভারতীয় দল সম্পর্কে শ্রীকান্ত বলছেন, ”আমাদের দলটা দুর্দান্ত ছিল। মহেন্দ্র সিং ধোনি দুর্দান্ত ভাবে দলকে নেতৃত্ব দিয়েছিল। সেবার আমাদের দলে ছিল যুবরাজ সিং। আমার মনে হয় ২০১১ সালে যুবরাজ যা করেছিল, তা এবার করে দেখাবে রবীন্দ্র জাদেজা।”

রবীন্দ্র জাদেজার পাশাপাশি শ্রীকান্ত বাঁ হাতি অক্ষর প্যাটেলের প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন। ভারতের প্রাক্তন ওপেনার বলছেন, ”বিশ্বকাপ জিততে জাদেজা, অক্ষর প্যাটেলকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে।”

[আরও পড়ুন: খাস কলকাতার ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ৮ গাড়িতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement