Advertisement
Advertisement

Breaking News

রোহিত

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি রেকর্ড গড়ার হাতছানি রোহিতের সামনে

টপকে যেতে পারেন শচীন তেণ্ডুলকরকেও।

ICC World Cup 2019: Rohit Sharma can break 3 World Records

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:July 5, 2019 6:39 pm
  • Updated:July 5, 2019 6:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। শনিবার তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে নেহাতই নিয়মরক্ষার। তবে এই ম্যাচে জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকার একটা সুযোগ থাকবে বিরাটদের। সেই জায়গা থেকেই শ্রীলঙ্কাকে হালকাভাবে নিতে রাজি নয় ভারতীয় শিবির। তাছাড়া এই ম্যাচে একটি নয়, তিন-তিনটি বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা।

[আরও পড়ুন: ক্রিকেটের আদিমতম সভ্যতাতে কোহলি-বুমরাহদের বন্দনা]

চলতি টুর্নামেন্টে ইতিমধ্যেই সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছেন রোহিত। সর্বোচ্চ রানপ্রাপকের তালিকায় জ্বলজ্বল করছে ভারতীয় ওপেনারের নাম। শচীন তেণ্ডুলকরের এক বিশ্বকাপে ৫০০ রান করার বিরল রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন তিনি। এহেন পরিস্থিতিতে সেমিফাইনালের লড়াইয়ের আগে লিডসে ভারতীয় দলের হিটম্যানকে আরও একবার জ্বলে উঠতে দেখতে চান ভারতীয় সমর্থকরা। লঙ্কাবাহিনীর বিরুদ্ধে আরও একটি বিধ্বংসী ইনিংস খেলতে পারলে মাস্টার ব্লাস্টারকে টপকে যেতে পারেন তিনি। ২০০৩ বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬৭৩ রান করেছিলেন শচীন। অর্থাৎ আর ১২৯ রান করলেই শচীনের সেই মাইলফলক স্পর্শ করবেন রোহিত। শুধু তাই নয়, চলতি টুর্নামেন্টে চারটি সেঞ্চুরি করে আপাতত সঙ্গাকারার সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন হিটম্যান। আর একটি সেঞ্চুরি হাঁকাতে পারলেই একটি বিশ্বকাপে সর্বোচ্চ শতরানের মালিকও হয়ে যাবেন তিনি। 

Advertisement

এছাড়া তাঁর সামনে আরও একটি রেকর্ডের হাতছানি। এখানেও সেরার তালিকায় সেই লিটল মাস্টার। কোনও এক বিশ্বকাপের গ্রুপপর্বে সর্বোচ্চ রানপ্রাপকও শচীনই। ২০০৩-এ গ্রুপ পর্যায়ে তাঁর ঝুলিতে ছিল ৫৮৬। সেখানে রোহিতের স্কোর ৫৪৪। শ্রীলঙ্কার বিরুদ্ধেই আর ৪২ রান করলেই মাস্টার ব্লাস্টারকে পিছনে ফেলে দেবেন রোহিত।

[আরও পড়ুন: আম্পায়ারের সঙ্গে বিতর্কের জের, ২ ম্যাচ নির্বাসিত হতে পারেন কোহলি!]

এক বিশ্বকাপে পাঁচশো রানের গণ্ডি পার হওয়ার ব্যাটসম্যানদের তালিকায় রোহিতের গড়ই দ্বিতীয় সর্বোচ্চ। ৯০.৬৬। ২০১৫-য় সঙ্গাকারার গড় ছিল ১০৮.২০। উল্লেখ্য, এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই ২০১৪ সালে কলকাতায় ২৬৪ রান করে ওয়ানডে-তে ইতিহাস রচনা করেছিলেন রোহিত। ২০১৭-য় মোহালিতে এই প্রতিপক্ষের বিরুদ্ধেই করেছিলেন অপরাজিত ২০৮ রান। তাই দুর্দান্ত ফর্মে থাকা রোহিতই যে শনিবার শ্রীলঙ্কার ত্রাস, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement