রাজর্ষি গঙ্গোপাধ্যায়, আহমেদাবাদ: হাতে আর মাত্র কয়েক ঘন্টা। এর পরেই আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ভারত-পাক (IND vs PAK) মহারণ। ভারতীয় দলের জন্য সুখবর। ডেঙ্গুকে হারিয়ে শুভমান গিলের (Shubman Gill) প্রথম একাদশে থাকার সম্ভাবনা প্রবল। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়ে গেলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে শুভমানকে নিয়ে যে প্রশ্ন উড়ে আসবে তা বলাইবাহুল্য। এবং হলও তাই। কৌতুহলী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুখবর দিলেন খোদ রোহিত। হিটম্যান অকপটে বলে দেন, “শুভমান ৯৯ শতাংশ প্রস্তুত। কাল আমরা ম্যাচের আগে ফের একবার ওকে দেখে নেব।”
এদিন রোহিত যখন সাংবাদিক বৈঠক করছেন, ঠিক সেই সময় বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলের ফোকাসে ছিলেন শুভমান। মাঠে ঢুকেই পিচ দেখতে চলে যান তিনি। পিচের উপর ঝুঁকে বাইশ গজ দেখছিলেন ফর্মে থাকা ওপেনার।
এর আগে নেটে গত দু’দিন ধরে ব্যাটিং মহড়া শুরু করে দিয়েছেন শুভমান। বৃহস্পতিবার ভরদুপুরে মাঠে নেমে পড়েছিলেন তরুণ ওপেনার। নেটে প্রায় এক ঘণ্টা ব্যাটিংয়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ ফিল্ডিংও করতে দেখা গেল তাঁকে।
ডেঙ্গু আক্রান্ত হওয়ায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠে নামা হয়নি তাঁর। এমনকী, মঙ্গলবার হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল তাঁকে। তবে মোটামুটি সুস্থ হয়ে বুধবার আহমেদাবাদে পৌঁছন টিম রোহিতের তরুণ ওপেনার। বৃহস্পতিবারই টিম ইন্ডিয়ার দুই সাপোর্ট স্টাফকে নিয়ে অনুশীলনে নেমে পড়েন তিনি। এর পর এদিন রোহিত তাঁর দলের তরুণ ওপেনারের পাক ম্যাচ খেলার ব্যাপারে আশার কথা শোনালেন।
জানা গিয়েছিল, বৃহস্পতিবার শুভমানের অনুশীলনের জন্য কয়েক জন নেট বোলারকে ডাকা হয়েছিল। সেই সঙ্গে ছিলেন থ্রো ডাউন স্পেশালিস্টও। এদিন প্রথমে ব্যাট হাতে বেশ কিছুক্ষণ অনুশীলন করেন শুভমান। তার পর গুজরাটের প্রবল লু উপেক্ষা করেই ফিল্ডিং করতেও দেখা যায় তাঁকে। এবং তাতেই মনে করা হচ্ছে, পুরোপুরি ম্যাচ ফিট হওয়ার দিকে দ্রুত এগোচ্ছেন তরুণ ওপেনার। বাকিটা সময় বলবে।
গত দুই মরশুমে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল-এ প্রচুর রান করেছেন। এই স্টেডিয়ামের বাইশ গজকে হাতের তালুর মতো চেনেন শুভমান। ফলে রোহিত যদি তাঁকে পাক বধের জন্য নামিয়ে দেন তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়া বাদ দিলে, চলতি বছরটা শুভমানের দারুণ কাটছে। ভারতের তরুণ ওপেনার ইতিমধ্যেই চলতি বছর ২০টি একদিনের ম্যাচে ১২৩০ রান করে ফেলেছেন। গড় ৭২.৩৫। স্ট্রাইক রেট ১০৫.০৩। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ৫টি অর্ধ শতরান। এদিকে এখনও পর্যন্ত সামগ্রিক ভাবে একদিনের কেরিয়ারে ৩৫টি ম্যাচে তাঁর রান ১৯১৭। গড় ৬৬.১০। স্ট্রাইক রেট ১০২.৮৪। সঙ্গে রয়েছে ৬টি শতরান ও ৯টি অর্ধ শতরান। সর্বাধিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০৮ রান। এহেন শুভমানের উপর কাপ যুদ্ধে টিম ম্যানেজমেন্ট ভরসা করে থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তিনি কি চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবেন? সেটাই দেখার বিষয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.