Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: রশিদ-মুজিবদের উদ্বুদ্ধ করতে আফগান শিবিরে ‘ক্রিকেট দেবতা’ শচীন

বড় সুযোগ পেল আফগানিস্তান।

ICC ODI World Cup 2023: Sachin Tendulkar meets Afghanistan team ahead of clash against Australia। Sangbad Pratidin

পেপটক দিতে আফগান শিবিরে শচীন তেণ্ডুলকর।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 7, 2023 10:32 am
  • Updated:November 7, 2023 10:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার পর নেদারল্যান্ডস। চলতি বিশ্বকাপে চার ম্যাচ জিতে সবাইকে চমকে দিয়েছে আফগানিস্তান। ইতিমধ্যেই ৭টি ম্যাচের মধ্যে ৪টি জিতে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছেন রশিদ খান-মহম্মদ নবিরা। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবেন রহমত শাহ (Rahmat Shah)-রহমানুল্লাহ গুরবাজরা (Rahmanullah Gurbaz)। শেষ দুটি ম্যাচ জিততে পারলে সোজা সেমিফাইনালের টিকিট পাওয়া যাবে। এমন আবহে আফগানদের উদ্বুদ্ধ করতে এলেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)।

শেষ দুটি ম্যাচ অবশ্য আফগানিস্তানের সামনে কঠিন প্রতিপক্ষ। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে আফগানদের। লড়াইটা খুবই কঠিন তা বলার অপেক্ষা রাখে না। দুই বড় ম্যাচে নামার আগে আরও এক স্বপ্নপূরণ হল আফগানিস্তান ক্রিকেট দলের। আইসিসি গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাস্টার ব্লাস্টার আফগান ক্রিকেটারদের সঙ্গে সময় কাটালেন।

Advertisement

[আরও পড়ুন: অস্ট্রেলিয়া ম্যাচের আগে এল সুখবর, কোন মেগা টুর্নামেন্ট খেলার ছাড়পত্র পেল আফগানরা?]

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও পান আফগান ক্রিকেটাররা। আইসিসি তরফ থেকে সংস্থার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর শচীনের আফগানিস্তান ক্যাম্প ভিসিট করার একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়। সেই আলোচনায় উপস্থিত ছিলেন আফগানিস্তানের কোচ জনাথন ট্রট ও পরামর্শদাতা আজয় জাদেজা।

[আরও পড়ুন: ‘আমার কাছে আরও পাঁচ সেকেন্ড সময় ছিল!’ শাকিবের বাংলাদেশ ছাড়া আর কার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ম্যাথিউজ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement