Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ‘আফ্রিদি আটকে গেলে কী হবে?’ ভারত ম্যাচের আগে বোলিং নিয়ে চিন্তায় প্রাক্তন পাক তারকা

শনিবার আহমেদাবাদে ধুন্ধুমার।

ICC ODI World Cup 2023: Aaqib Javed fears the worst ahead of India clash । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 12, 2023 10:23 pm
  • Updated:October 12, 2023 10:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ভারত-পাক মহারণ। দুদলই টানা দুটো ম্যাচ জিতে আহমেদাবাদে নামছে। ভারতের বিরুদ্ধে নামার আগে প্রাক্তন পাক বোলার আকিব জাভেদ কিন্তু পাকিস্তানের বোলিং নিয়ে সন্তুষ্ট নন। পাক বোলারদের যোগ্যতা এবং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ১৯৯২ সালের বিশ্বজয়ী পাক দলের সদস্য। আকিব বলেছেন, ”হাসান আলি নতুন বলে অসাধারণ কিছু করেনি এখনও। শাহিন আফ্রিদি যদি আটকে যায় কোনওদিন তাহলে কিন্তু সমস্যা বাড়বে পাকিস্তানের।”
নতুন বলে বিপজ্জনক শাহিন আফ্রিদি। হ্যারিস রউফও গতির ঝড় তুলতে পারেন। কিন্তু হাসান আলিকে নিয়ে প্রশ্ন রয়েছে আকিবের মনে। সেকথা ব্যক্তও করেছেন তিনি। ভারত-ম্যাচের আগে আকিব জাভেদের নিশানায় পাকিস্তানের নির্বাচকরা। তিনি বলেছেন, ”পাকিস্তানের নতুন বল জুটির দিকে নজর দিলেই দেখা যাবে গত এক বছরে কাউকেই তৈরি করা হয়নি। নাসিম যদি নিতান্তই না পারে তাহলে কার হাতে নতুন বল তুলে দেওয়া হবে, সেই সম্পর্কেও কিছু জানতেন না নির্বাচকরা। এশিয়া কাপে কাউকে প্রয়োগও করা হয়নি।”

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: এ কোন অস্ট্রেলিয়া! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মুখ থুবড়ে পড়লেন স্মিথরা]

 

একসময়ে পাক বোলিং যে কোনও দলের রাতের ঘুম কেড়ে নিত। পাকিস্তানের বর্তমান দল সেই জায়গা থেকে সরে এসেছে বলেই মনে করেন আকিব। তাঁর মত, পাক বোলিং ধার হারিয়েছে। এখনও পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তান দুটি ম্যাচ খেলেছে। পাক বোলাররা প্রতিপক্ষের ১৯টি উইকেট নিলেও আকিব কিন্তু সার্বিক ভাবে পাক বোলিং নিয়ে খুব একটা সন্তুষ্ট নন।  

Advertisement

[আরও পড়ুন: ODI World Cup 2023: শার্দূলের গলায় সোনার মেডেল পরিয়ে দিলেন কোহলি, কিন্তু কেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement