Advertisement
Advertisement
ICC Men's World Cup 2023

ICC Men’s World Cup 2023: বিশ্বকাপে ছাপ ফেলতে চায় নেদারল্যান্ডস, অঘটন ঘটানোর শক্তি কি আছে ডাচদের? 

ডাচদের এক্স ফ্যাক্টর কে?

ICC Men's World Cup 2023: Can Netherlands do an upset in World Cup। Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 5, 2023 4:54 pm
  • Updated:October 5, 2023 4:54 pm  

শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ। ক্রিকেটযুদ্ধে (ICC Cricket World Cup) নেমে পড়েছে ১০টি দেশ। কোন দলের কী শক্তি, দুর্বলতাই বা কী? আজ আলোচনা নেদারল্যান্ডস (Netherlands Cricket Team) নিয়ে। ভারতের মাটিতে ডাচরা কী করবে? কত দূর যাবে নেদারল্যান্ডস? পারবে কি তারা অঘটন ঘটাতে? 

প্রথমেই নজর রাখা যাক নেদারল্যান্ডসের গোটা দলের দিকে: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেট রক্ষক), কলিন অ্যাকেরমান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, সাইব্র্যান্ড এঞ্জেলব্রেখট, রায়ান ক্লেইন, বাস ডি লিড, পল ভ্যান মিরকেন, রোয়েলফ ভ্যান ডার মারউই, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ ডড, বিক্রম সিং, সাকিব জুলফিকার। 

Advertisement

[আরও পড়ুন: ICC World Cup 2023: বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফাঁকা স্টেডিয়াম, উন্মাদনা কি কমছে?]

শক্তি: বাস ডি লিড, তেজা নিদামানুরু এবং ম্যাক্স ও ডড নেদারল্যান্ডসের থ্রি মাস্কেটিয়ার্স। বোলিং এবং ব্যাটিংয়ে এই তিন ডাচ ক্রিকেটার দারুণ দক্ষ। কলিন অ্যাকেরমান, শারিজ আহমেদ এবং রোয়েলফ ভ্যান ডার মারউই দলের প্রতিভাধর ক্রিকেটার। তাঁরাও নেদারল্যান্ডসের বোলিং ও ব্যাটিংয়ে অবদান রাখতে পারেন। বিক্রমজিৎ সিং এবং লোগান ভ্যান বিকও বল করতে পারেন। কিন্তু তাঁরা পার্টটাইম বোলিং করেন। নেদারল্যান্ডসকে প্রতিপক্ষ দলকে হালকা ভাবে নিলে কিন্তু ভুল করবে। 

দুর্বলতা: স্পিন বল ভালো খেলতে পারে না নেদারল্যান্ডস। আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে (২০২৩) শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে খেলতে বেগ পেতে হয়েছিল নেদারল্যান্ডস ব্যাটারদের। ভারতের পিচ স্পিন বান্ধব। ফলে এই পিচে ব্যাট করতে সমস্যায় পড়তে হবে নেদারল্যান্ডসকে। দলের প্রধান স্পিনার আরিয়ান দত্তের উপরে বড্ড বেশি নির্ভরশীল তারা। বিশ্বকাপে খেলতে নামার আগে পরিকল্পনা ছকে নিতে হবে নেদারল্যান্ডসকে। 

এক্স ফ্যাক্টর:নিউজিল্যান্ডের এক্স ফ্যাক্টর বাস ডি লিড। তাঁর বাবা টিম ডি লিড অতীতে নেদারল্যান্ডস দলের হয়ে খেলেছেন। 

সম্ভাব্য একাদশ: বিক্রম সিং, ম্যাক্স ও’ ডড, কলিন অ্যাকেরমান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), রোয়েলফ ভ্যান ডার মারউই, লোগান ভ্যান বিক, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিরকেন। 

সম্ভাবনা: বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০টি দল। নেদারল্যান্ডস সব থেকে দুর্বল। অতীতের পাতা ওলটালে দেখা যায়, বিশ্বকাপে দুর্বল দলও অঘটন ঘটিয়েছে। হারিয়ে দিয়েছে শক্তিশালী দলকে। এবারের বিশ্বকাপে ডাচরা কি অঘটন ঘটাতে পারবে? 

[আরও পড়ুন: ডার্বি স্থগিত রাখল এফএসডিএল, সরে গেল ইস্টবেঙ্গল-এফসি গোয়া ম্যাচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement