Advertisement
Advertisement

Breaking News

শীঘ্রই ফিরছি, জানিয়ে দিলেন মেসি

জাতীয় দলের হয়ে উরুগুয়ের বিরু‌দ্ধে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি৷

I will be back soon: Messi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 4:10 pm
  • Updated:September 6, 2016 4:11 pm  

নিজস্ব প্রতিনিধি: লিওনেল মেসি কবে ফিরবেন? এমনই জল্পনা-কল্পনা যখন তুঙ্গে তখন স্বয়ং মেসি জানিয়ে দিলেন শীঘ্রই তিনি ফুটবল মাঠে ফিরছেন৷ জাতীয় দলের হয়ে উরুগুয়ের বিরু‌দ্ধে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি৷ ৯০ মিনিট খেলেছিলেন৷ কিন্তু খেলার পরেই তাঁর চোট গুরুতর হয়ে যাওয়ায় সম্প্রতি মাঠে নামতে আর পারেননি৷

আপাতত তিনি রয়েছেন স্পেনেই৷ বার্সেলোনার ফিজিওর অধীনে তাঁর চোট সারানোর কাজ চলছে৷ এই সপ্তাহের শেষে আলভেজের সঙ্গে খেলা রয়েছে৷ কিন্তু সেই ম্যাচে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে কিনা এখনও পর্যন্ত কেউ তা জোর দিয়ে বলতে পারছে না৷ মেসি শুধু ফেসবুকে তাঁর বক্তব্য পোস্ট করে জানিয়েছেন, শীঘ্রই তিনি সেরে উঠবেন৷ ফেসবুকে তাঁর মূল বক্তব্য হল এইরকম, “সবকিছু ঠিকই আছে৷ ধীরে ধীরে হলেও আমি সেরে উঠছি৷ এখন আমি রয়েছি ফিজিওর অধীনে৷ ভয় পাওয়ার মতো কিছুই ঘটেনি৷ আমাকে যাঁরা সার্পোট করছেন, তাঁদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি৷ আশা করি আপনারা আমাকে এইভাবেই সমর্থন যাবেন৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement