Advertisement
Advertisement

Breaking News

বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন সলমন

বৃহস্পতিবার মাদ্রিদে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে ফুরফুরে মেজাজের সলমন বলে দিলেন, "বেশি সময় নেব না৷ কারণ আজকাল যত কম কথা বলব ততই ভাল৷ জানি এটা একটা দীর্ঘ সন্ধে৷ তবে আমি বেশিক্ষণ কথা বলব না৷ সেটাই আমার পক্ষে ভাল৷"

I should speak less now, jokes Salman amid controversy over ‘rape’ remark
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2016 1:46 pm
  • Updated:July 20, 2024 7:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুলতান মুক্তি পেতে বাকি আর দিন দশেক৷ তার আগে ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্কে জর্জরিত সলমন খান৷ তাঁর মন্তব্যে তোলপাড় হচ্ছে সারা দেশ৷ অবিবেচকের মতো মন্তব্যের জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে রাজনৈতিক দলগুলি৷ বলিউডের ‘ব্যাড বয়’কে পুরোপুরি বয়কট করারও ডাক দেওয়া হয়েছে৷ লখনউ ও কানপুরের আদালতে সমাজকর্মী রাফাত জামাল ও আইনজীবী মনোজকুমার দীক্ষিত মামলা দায়ের করেছেন সলমনের বিরু‌দ্ধে৷ পরিস্থিতি সামলাতে এবার মুখ খুললেন ‘দাবাং’ খান৷

বৃহস্পতিবার মাদ্রিদে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে ফুরফুরে মেজাজের সলমন বলে দিলেন, “বেশি সময় নেব না৷ কারণ আজকাল যত কম কথা বলব ততই ভাল৷ জানি এটা একটা দীর্ঘ সন্ধ্যে৷ তবে আমি বেশিক্ষণ কথা বলব না৷ সেটাই আমার পক্ষে ভাল৷” অর্থাৎ মুখ খুলেও ক্ষমা চাইলেন না তিনি৷ এমনকী তাঁর হাবভাবে স্পষ্ট, ক্ষমা চাওয়ার মতো কোনও অপরাধই তিনি করেননি৷ সুতরাং সমালোচনার ঝড় একেবারেই গায়ে মাখতে নারাজ তিনি৷ তাঁর এধরনের আচরণ যে ফের নতুন বিতর্কের জন্ম দিচ্ছে, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না৷ ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্যের পরও তাঁর এমন ফুরফুরে মেজাজ মেনে নিতে পারছেন না অনেকেই৷ আর সেই কারণে এবার হয়তো রিও ওলিম্পিকে গুডউইল অ্যাম্বাসাডরের পদও খোয়াতে চলেছেন সুলতান সলমন৷

Advertisement

‘শুটিংয়ের কসরতের পর নিজেকে ধর্ষিত মহিলার মতো মনে হত’৷ সুলতানের শুটিংয়ে নিজের পরিশ্রমের কথা এভাবেই বর্ণনা করেছিলেন ‘ভাইজান’৷ কোনও খেলার প্রশিক্ষণপর্বের সঙ্গে ধর্ষণের মতো অমানবিক বিষয়কে জুড়ে দেওয়া আর যাই হোক ইন্ডিয়ান ওলিম্পিক অ্যাসোসিয়েশন মোটেই ভাল চোখে দেখছে না৷ ইন্ডিয়ান ওলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্মসচিব রাকেশ গুপ্তা বলেন, সলমনের এরকম মন্তব্য অন্যায়৷ প্রশিক্ষণ পর্বকে ব্যাখ্যা করার জন্য অন্য যে কোনও শব্দ চাইলেই ব্যবহার করতে পারতেন তিনি৷ খেলাধুলার জগতে ভারতের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছেন ‘মাচো’ হিরো সলমন৷ রিও ওলিম্পিকে এর প্রভাব মোটেও ভাল হবে না৷ সারাদেশের ক্রীড়াজগতের মানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে এর ফলে৷ সূত্রের খবর, ধর্ষণ নিয়ে করা এরকম মন্তব্যের জন্য সলমনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলবে আইওএ৷ জুলাইয়ের শেষ সপ্তাহে ওলিম্পিকে ভারতের অংশগ্রহণকারীদের যে সংবর্ধনা দেওয়া হবে, সলমন খানের নাম বাদ গিয়েছে সেই তালিকা থেকেও, এমনটাই জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement