Advertisement
Advertisement

ডার্বির আগে স্বস্তির জয় ইস্টবেঙ্গলের

এই জয়ের ফলে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষস্থান ধরে রাখল টিম ইস্টবেঙ্গল৷

I League: East Bengal beat Chennai City by 3-0
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 5, 2017 3:33 pm
  • Updated:February 5, 2017 3:57 pm  

ইস্টবেঙ্গল: ৩ (ওয়েডসন, প্লাজা, লালরিন্ডিকা)

চেন্নাই সিটি: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা পাঁচ ম্যাচে জয়৷ লিগ তালিকার শীর্ষে দল৷ বেশ কয়েকবছর পর চলতি আই লিগে আত্মবিশ্বাসের তুঙ্গে ইস্টবেঙ্গল৷ আর সেই আত্মবিশ্বাসে ভর করেই রবিবাসরীয় বারাসতে আরও একটি জয় পকেটে পুরে ফেলল মর্গ্যানবাহিনী৷ চেন্নাই ম্যাচকে ডার্বির প্রস্তুতি মঞ্চ হিসেবে ধরেছিলেন কোচ মর্গ্যান৷ সেই পরীক্ষায় লেটার মার্কস নিয়েই উত্তীর্ণ হল লাল-হলুদ ব্রিগেড৷

(সেলেবদের এই ‘অদ্ভুত’ অভ্যাসগুলি জানলে অবাক হবেন!)

ডার্বির আগে টানা ম্যাচ জেতায় আত্মতুষ্টিতে ভুগতে পারে দল৷ এই বিষয় থেকে দলকে দূরে রাখার কঠিন চ্যালেঞ্জ ছিল ব্রিটিশ কোচের কাঁধে৷ ঘরের মাঠে লিগ তালিকার সবচেয়ে নিচে থাকা দলকেও তাই যথেষ্ট সমীহ করে চলেছিলেন তিনি৷ বিপক্ষকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ছেলেদের৷ গুরুবাক্য অক্ষরে অক্ষরে পালন করেছেন শিষ্যরা৷ প্রথমার্ধে চেন্নাইয়ের ডিফেন্স দূর্গ ভাঙতে না পারলেও দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের বিদেশি ফরোয়ার্ডদের আর আটকানো যায়নি৷ লালরিন্ডিকার লং পাস থেকে বাঁ-পায়ের শটে বল জালে জড়াতে ভুল করেননি ওয়েডসন৷ দ্বিতীয় গোলটি আসে উইলিস প্লাজার পা থেকে৷ খেলার চমক তখনও শেষ হয়ে যায়নি৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ইস্টবেঙ্গলকে পেনাল্টি উপহার দিয়ে আরও বড় ব্যবধানে হারতে হল চেন্নাইকে৷ স্পট কিকে গোল করে বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন লালরিন্ডিকা৷

(নিউজিল্যান্ডকে হারিয়ে ডেভিস কাপের দ্বিতীয় রাউন্ডে ভারত)

কার্ড সমস্যায় মেহতাবের বদলে এদিন খেলেন রউলিন বোর্জেস৷ চোট সারিয়ে মাঠে নেমেছিলেন গোলকিপার রেহনেশ৷ ডার্বির আগে দল নিয়ে আর তেমন কোনও পরীক্ষানিরীক্ষা করেননি মর্গ্যান৷ এই জয়ের ফলে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষস্থান ধরে রাখল টিম ইস্টবেঙ্গল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement