Advertisement
Advertisement

Breaking News

আইপিএল ১০-এর প্রথম ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি কোহলির বেঙ্গালুরু

কেকেআর ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ খেলবে ১৩ এপ্রিল।

Hyderabad will host RCB in opening match of IPL 10
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 16, 2017 7:50 am
  • Updated:February 16, 2017 7:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার আইপিএল-১০ এর পূর্ণসূচি প্রকাশ করল বিসিসিআই। আইপিএলের দশম সংস্করণের ঢাকে কাঠি পড়ছে ৫ এপ্রিল। হায়দারবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ফাইনাল ম্যাচও পাচ্ছে হায়দরাবাদের এই স্টেডিয়াম।

(ছোট্ট জিবার সঙ্গে খেলতে খেলতে শিশু হয়ে উঠলেন বাবা ধোনি)

এবারের আইপিএল দেশের দশটি স্টেডিয়ামে ৪৭ দিন ধরে চলবে। বেটিং কেলেঙ্কারিতে জর্জরিত হয়ে চেন্নাই সুপারকিংস ও রাজস্থান রয়্যালস ফ্রাঞ্চাইজি দু’বছরের জন্য সাসপেন্ড হওয়ায় গতবার আত্মপ্রকাশ করে দুটি নতুন ফ্রাঞ্চাইজি। রাইজিং পুণে সুপারজায়ান্টস এবং গুজরাট লায়ন্স এই সিজনের প্রথম ম্যাচ খেলবে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইটরাইডার্সের সঙ্গে। শাহরুখের কলকাতাকে প্রথম ম্যাচই খেলতে হচ্ছে গুজরাটের ঘরের মাঠে। প্রসঙ্গত, ক্রিকেটারদের নিলাম প্রক্রিয়া অনুষ্ঠিত হবে চলতি মাসের ২০ ফেব্রুয়ারি।

Advertisement

(সোশ্যাল মিডিয়ায় অনুষ্কাকে নিজের ‘ভ্যালেন্টাইন’ বললেন বিরাট)

গ্রুপ লিগের শেষ ম্যাচ হবে দিল্লি ডেয়ারডেভিলস এবং রয়্যাল চ্যালেঞ্জার্সের মধ্যে ফিরোজ শাহ কোটলায়। মে মাসের ১৬, ১৭ এবং ১৯ তারিখে অনুষ্ঠিত হবে যথাক্রমে কোয়ালিফায়ার ১, এলিমিনেটর এবং কোয়ালিফায়ার ২। ফাইনাল হায়দরাবাদে ২১ মে। কেকেআর ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ খেলবে ১৩ এপ্রিল। বিপক্ষে প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement