Advertisement
Advertisement

ইউরোর শেষ আটে বেলজিয়াম

ইডেন হ্যাজার্ডদের সামনে দুই অর্ধেই হাঙ্গেরিকে বেশ অসহায় দেখাচ্ছিল৷ খেলার ১০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন টোবি৷ প্রথমার্ধে আর গোল হজম করতে হয়নি হাঙ্গেরিকে৷

Hungary 0-4 Belgium, UEFA Euro 2016
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2016 5:45 pm
  • Updated:June 27, 2016 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রুপ পর্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের আটকে দিয়ে তাক লাগিয়ে দিয়েছিল হাঙ্গেরি৷ কিন্তু শেষ ষোলোয় অঘটন ঘটাতে ব্যর্থ তারা৷ হাঙ্গেরির রক্ষণকে তছনছ করে সহজেই জয় পকেটে পুরল শক্তিশালী বেলজিয়াম প্রতিপক্ষের জালে চারবার বল জড়াল বিশ্বের দু’নম্বর দল৷

ইডেন হ্যাজার্ডদের সামনে দুই অর্ধেই হাঙ্গেরিকে বেশ অসহায় দেখাচ্ছিল৷ খেলার ১০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন টোবি৷ প্রথমার্ধে আর গোল হজম করতে হয়নি হাঙ্গেরিকে৷ তবে দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে৷ শেষ ২০ মিনিটে যে ফুটবলাররা এমন বিধ্বংসী ফুটবল খেলবেন, তা অনেকেরই ধারণার বাইরে ছিল৷ ৭৮, ৭৯ ও ৯০ মিনিটে গোল করেন টুঙ্গা, হ্যাজার্ড ও কারাসকো৷

Advertisement

তবে হাঙ্গেরি হারলেও বেলজিয়ামের বিরুদ্ধে লড়াই করেছে তারা৷ গোলের দু-একবার সুযোগও তৈরি করেছিল দল৷ কিন্তু শেষ রক্ষা হল না৷ শেষ আটে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে খেলতে হবে হ্যাজার্ডদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement