সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসের পুনরাবৃত্তি। গত বছর হংকং ওপেন সুপার সিরিজের ফাইনালের কোর্টে যে দৃশ্য দেখেছিলের দর্শকরা, ঠিক সেই ছবিই ঘুরে এল রবিবার। গতবারের হারের বদলা নেওয়া হল না পি ভি সিন্ধু। তীরে এসে ডুবল তরী। জোরদার লড়াই করেও চিনা তাইপেইয়ের তাই জু উইংয়ের কাছে হার মানতে হল তাঁকে। ফলে টানা দ্বিতীয়বার হংকং ওপেনে রানার্স-আপ তকমা নিয়ে শেষ করলেন ভারতীয় শাটলার।
সম্প্রতি সাইনা নেহওয়ালের কাছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাস্ত হয়েছিলেন। তারপর হংকংয়ে বেশি ভালই লড়াই চালাচ্ছিলেন বিশ্বের তিন নম্বর সিন্ধু। সেমিফাইনালে তাইল্যান্ডে রাতচানক ইন্তানোনকে স্ট্রেট গেমে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেছিলেন রিও অলিম্পিকে রুপোজয়ী শাটলার। কিন্তু ফাইনালের লড়াইটা ছিল বেশ চ্যালেঞ্জিং। একেতেই বিশ্বের এক নম্বর শাটলার। পাশাপাশি এই পুরনো প্রতিদ্বন্দ্বীই জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন গতবারও। তাইয়ের সঙ্গে দশবারের সাক্ষাতে মাত্র তিনবার জিতেছেন সিন্ধু। গতবার ১৫-২১, ১৭-২১ ব্যবধানে হেরেছিলেন সিন্ধু। এবার স্ট্রেট গেমে জিতেই সিন্ধুর ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ করলেন তাই জু। ৪৪ মিনিটের প্রতিযোগিতা জিতলেন ২১-১৮, ২১-১৮ গেমে। প্রথম গেমে শুরুতে সমান তালে এগিয়েও শেষের দিকে পিছিয়ে যান হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা। দ্বিতীয় সেটে লড়াই হয়ে ওঠে আরও জমজমাট। ১১-৮ ব্যবধানে প্রতিপক্ষকে টপকেও গিয়েছিলেন। কিন্তু তারপর পাঁচ পয়েন্ট হারানোয় আর ঘুরে দাঁড়াতে পারেননি।
Dont worry @Pvsindhu1 you are always taller than Tai Tzu Ying 😉#PVSindhu#HongkongSS #TaiTzuYing pic.twitter.com/hGAuDt1r2F
— Cha Cha (@TheLegendChap) November 26, 2017
চলতি মরশুমে এই নিয়ে চারটি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেও খেতাব হাতছাড়া করলেন সিন্ধু। এই টুর্নামেন্টে একমাত্র মহিলা শাটলার হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলেন সাইনা নেহওয়াল। এবার ফর্মে থাকা সিন্ধুর সামনে ছিল দারুণ সুযোগ। কিন্তু শেষমেশ ইতিহাস পালটে ফেলতে ব্যর্থ তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.