Advertisement
Advertisement

Breaking News

জানেন, আইপিএল-এ কী কী রেকর্ড গড়েছে কেকেআর?

কী কী নজির তৈরি হল এখনও পর্যন্ত? চলুন দেখে নেওয়া যাক৷

Here is a list of records created by Knight Riders in IPL
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 29, 2017 1:36 pm
  • Updated:July 11, 2018 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেকেআর-এর ম্যাচ মানেই যেন একপেশে খেলা৷ প্রতিপক্ষের নাম যাই হোক না কেন, জয়ী দলের তকমা ঘুরে ফিরে ছিনিয়ে নিচ্ছে সেই গম্ভীর অ্যান্ড কোম্পানিই৷ এককথায় এখনও পর্যন্ত যেন স্বপ্নের ফর্মে রয়েছে দল৷ সবে ৯টা ম্যাচ খেলা হয়েছে৷ বাকি এখনও ৫টা৷ তবে এখনই প্লে অফে পৌঁছনোর রাস্তা কার্যত পরিস্কার করে ফেলেছে কিং খানের দল৷ শুধুই যে একের পর এক বিপক্ষকে পরাস্ত করছেন নাইটরা, এমনটা নয়৷ সঙ্গে তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ডও৷ চলতি টুর্নামেন্টে ইতিমধ্যেই বেশ কয়েকটি রেকর্ড গড়ে ফেলেছেন গম্ভীররা৷ কী কী নজির তৈরি হল এখনও পর্যন্ত? চলুন দেখে নেওয়া যাক৷

১. শুক্রবার দিল্লির বিরুদ্ধে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত ছিলেন গম্ভীর৷ আর সেই সৌজন্যেই আইপিএল-এ নেতা হিসেবে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন নাইট নেতা৷ অধিনায়ক হিসেবে আইপিএল-র সব মরশুম মিলিয়ে গম্ভীরের ঝুলিতে রয়েছে ৩৩১১ রান৷ এই লড়াইয়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন টুর্নামেন্টের পুরনো দল চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ধোনিকে৷ নেতা হিসেবে যাঁর ব্যক্তিগত সংগ্রহ ৩২৭০৷

Advertisement

[গাড়ির গতি বেশি হওয়াই কী কাল হল বিক্রম-সোনিকার?]

২. আইপিএল-এ রান তাড়া করে জয়ের ক্ষেত্রেও সর্বোচ্চ রানের মালিক সেই গম্ভীর৷ এমন ৫৩টি ইনিংসে ১৯২৭ রান করেছেন তিনি৷

৩. শুক্রবার ইডেনে জাহির খানদের বিরুদ্ধে আরও একটি নজির গড়েন গোতি৷ টি-টোয়েন্টিতে ৬০০০ রান হয়ে গেল নাইট অধিনায়কের৷ রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়নার পর চতুর্থ ভারতীয় হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন তিনি৷

৪. তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএল-এ ৪০০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন গম্ভীর৷ তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে বিরাট কোহলি এবং সুরেশ রায়নার৷

kkr_web

৫. গম্ভীরের মতোই দারুণ ছন্দে দেখা যাচ্ছে নাইট দলের আরেক ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে৷ চলতি টুর্নামেন্টে ইতিমধ্যেই চারটি অর্ধশতরান করে ফেলেছেন৷ আর সেই সুবাদে ২২৫ রান ঝুলিতে ভরে মিডল ওভারে (৭-১৫) ভাল রান করা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি৷

৬. গম্ভীর-উথাপ্পার ১০৮ রানের চোখ ধাঁধানো পার্টনারশিপের সাক্ষী হয়েছেন ক্রিকেটভক্তরা৷ চলতি আইপিএল-এ জুটি হিসেবে ৪১৯ রান করে ফেলেছেন তাঁরা৷ এই বিভাগে যা সর্বোচ্চ৷

[সুকমায় শহিদদের পরিবারকে ম্যাচ সেরার পুরস্কার অর্থ দান গম্ভীরের]

৭. ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নজির গড়েছেন নাইটরা৷ শুক্রবার দিল্লির ব্যাটিং অর্ডারের প্রথম চার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, করুণ নায়ার, শ্রেয়াস আইয়ার এবং ঋষভ পন্থ এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন৷ যা এই টি-টোয়েন্টিতে আগে দেখা যায়নি৷

৮. চলতি টুর্নামেন্টে কেকেআর-এর পেসাররা তুলে নিয়েছেন ৩৯টি উইকেট৷ যা অন্য কোনও দলের পেসাররা করে দেখাতে পারেননি৷

৯. নিজের প্রথম চারটি ম্যাচে কমপক্ষে ২টি করে উইকেট পকেটে পুরেছেন নাথান কুল্টার-নাইল৷ মোট ১১টি উইকেট তুলেছেন তিনি৷ যে কীর্তি আইপিএল-এর ইতিহাসে আর একজন বোলারেরই আছে৷

১০. ২০১২ আইপিএল থেকে ইডেনে রান তাড়া করে এই নিয়ে টানা ১৩টি ম্যাচ জিতল কেকেআর৷ পাশাপাশি সব মরশুম মিলিয়ে রান তাড়া করার নিরিখে ২৫টি ম্যাচের মধ্যে ইডেনে ২১টিতেই জয়ী কলকাতা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement