সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেট খেলার মতো ফিটনেস এই মুহূর্তে নেই হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya)। ওয়ানডে ফরম্যাটেও পুরোদস্তুর ১০ ওভার করছেন না তিনি। কিন্তু পাণ্ডিয়া নিজে জানেন, বিশ্বকাপে তাঁকে অলরাউন্ডার হিসেবে প্রয়োজন দলের। সেই কারণে বোলিংয়ের উপর জোর দিতে হবে তাঁকে। পাণ্ডিয়া স্বয়ং তা জানেন। সেই কারণে হার্দিক বলছেন, ”আমার শরীর এখন ঠিকই আছে। আমাকে আরও বেশি ওভার বল করতে হবে। বিশ্বকাপের আগে শারীরিক দিকে থেকে ভাল জায়গায় পৌঁছতে হবে। এই মুহূর্তে আমি কচ্ছপ, খরগোশ নই। বিশ্বকাপের আগে সব ঠিক হয়ে যাবে বলেই মনে হয়।”
ব্যাট হাতে হার্দিক এখনও নিজের সেরা ফর্মের ধারেকাছে পৌঁছতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ সফরে। প্রথম ম্যাচে হার্দিক পাণ্ডিয়া চার নম্বরে ব্যাট করতে নামেন। মাত্র পাঁচ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হার্দিক পাণ্ডিয়া করেন মাত্র সাত রান। পাণ্ডিয়া নিজের এবং দলের ব্যাটিং প্রসঙ্গে বলছেন, ”আমাদের যেভাবে ব্যাট করার দরকার ছিল, সেভাবে করতে পারিনি। প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচের উইকেট ভাল ছিল। হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স আমাদের। তবে এই ব্যর্থতা থেকে অনেক কিছু শিক্ষণীয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.