সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটো ম্যাচ হারের পরে, ভারত দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে। কিন্তু সিরিজ নির্ণায়ক ম্যাচ হেরে যায় টিম ইন্ডিয়া। টেস্ট ও ওয়ানডে সিরিজ ভারত জিতলেও, টি-টোয়েন্টি সিরিজে হার মানতে হয় ভারতকে। সিরিজ হারের পরে ভারতের প্রাক্তন বোলার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) তীব্র সমালোচনা করেছেন হার্দিক পাণ্ডিয়ার। ক্যাপ্টেন হিসেবে হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) দিশাহীন দেখিয়েছে বলে মনে করেন প্রসাদ।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ভারত করে ৯ উইকেটে ১৬৫ রান। সূর্যকুমার যাদব ৪৫ বলে ৬১ রান করেন। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটে ম্যাচ জিতে নেয়। ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ৮৫ এবং নিকোলাস পুরানের ৪৭ ক্যারিবিয়ানদের ম্যাচ জেতায়।
India needs to improve their skillset. Their is a hunger & intensity deficiency & often the captain looked clueless. Bowler’s can’t bat, batsmen can’t bowl.
It’s important to not look for yes men and be blinded because someone is your favourite player but look at the larger good— Venkatesh Prasad (@venkateshprasad) August 13, 2023
ম্যাচ শেষ হওয়ার পরে প্রসাদ সমালোচনা করে বলছেন, ”নিজেদের স্কিল বাড়ানো উচিত ভারতের। জয়ের খিদে, তীব্রতার অভাব লক্ষ্য করা গিয়েছে। অধিনায়ককে দিশাহীন দেখিয়েছে। বোলাররা ব্যাট করতে পারে না, ব্যাটসম্যানরা বল করতে পারে না। ইয়েসম্যান দেখে দল বাছাই না করে বৃহত্তর স্বার্থে দলগঠন করতে হবে।”
Not just 50 overs, West Indies had failed to qualify for the T20 World cup last Oct- Nov as well.
It pains to see India perform poorly and brush it under the carpet, under the garb of process. That hunger, fire is missing and we live in an illusion. https://t.co/8GDNDfW9dg— Venkatesh Prasad (@venkateshprasad) August 13, 2023
আসন্ন বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে ভেঙ্কটেশ প্রসাদ বলছেন, ”শুধু ৫০ ওভার নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ভারত হতশ্রী পারফরম্যান্স করলে তা দেখা যন্ত্রণাদায়ক। জয়ের খিদে, আগুন দেখা যায়নি ভারতের খেলায়। বিভ্রম নিয়ে আমরা বাস করছি।”
India has been a very very ordinary limited overs side for sometime now. They have been humbled by a West Indies side that failed to qualify for the T20 WC few months back. We had also lost to Ban in the ODI series. Hope they introspect instead of making silly statements #IndvWI
— Venkatesh Prasad (@venkateshprasad) August 13, 2023
ক্যারিবিয়ান সিরিজের পরে ভারতের পরবর্তী সিরিজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ১৮, ২০ এবং ২৩ আগস্ট ভারত খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রসাদ বলছেন, ”সীমিত ওভারের ক্রিকেটে ভারত বেশ কয়েকদিন ধরে খুবই সাধারণ মানের একটি দলে পর্যবসিত হয়েছে। কয়েক মাস আগেও ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। সেই ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারতে হল। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হার মেনেছে ভারত। নির্বোধের মতো মন্তব্য না করে আশা করবো নিজেদের অবস্থা নিরীক্ষণ করে দেখবে ভারত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.