Advertisement
Advertisement
Rohit Sharma Harbhajan Singh

তীব্র সমালোচনার শিকার অধিনায়ক রোহিত, হিটম্যানের হয়ে সওয়াল ভাজ্জির

রোহিতের নেতৃত্বের সমালোচনা করেছেন গাভাসকরের মতো কিংবদন্তিও।

Harbhajan Singh supports India Captain Rohit Sharma । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 10, 2023 6:42 pm
  • Updated:July 10, 2023 6:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র সমালোচনার শিকার হচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সাম্প্রতিক কালে বহুজন বহুভাবে তাঁর সমালোচনা করেছেন। সুনীল গাভাসকরও রোহিতের নেতৃত্বে হতাশই হয়েছেন। এমন পরিস্থিতিতে হিটম্যানের পাশে দাঁড়াচ্ছেন ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh)।

ভাজ্জিকে বলতে শোনা গিয়েছে, ”রোহিতকে সমালোচনা করা হচ্ছে। ক্রিকেট দলগত খেলা। একা একজনের পক্ষে একজায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভবই নয়।” 

Advertisement

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের সঙ্গে ছবি পোস্ট কোহলির, ১২ বছর আগের স্মৃতিতে ডুব দিলেন বিরাট]

 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের পরাজয়ের পর থেকেই রোহিতকে নিয়ে সমালোচনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হরভজন বলছেন, ”টেস্ট ফাইনালে টিম ইন্ডিয়া ভাল করতে পারেনি। সেই ফাইনাল নিয়ে আলোচনা চলতেই পারে। ওই হার থেকেও বেরিয়ে আসতে হবে। তবে একা রোহিতকে সমালোচনা করা ঠিক নয়। ও রান পাচ্ছে না, নেতৃত্ব ভাল দিতে পারেনি, এভাবে রোহিতের সমালোচনা করা উচিত নয়। আমার মতে, রোহিত শর্মা দুর্দান্ত অধিনায়ক।”

এই পরিস্থিতিতে রোহিতের উপরে আস্থা রাখা উচিত বলে মনে করেন হরভজন। পাঞ্জাবী অফ স্পিনার বলছেন, ”আমি রোহিতের সঙ্গে খেলেছি। ওকে খুব কাছ থেকে দেখেছি। মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুম এবং ভারতীয় দলের সাজঘরে রোহিতকে শ্রদ্ধা করা হয়। ফলে সাম্প্রতিক ফলাফলের উপরে ভিত্তি করে রোহিতকে বিচার করাটা ঠিক হবে না। রোহিত নিশ্চয় ভাল করবে। ওর উপরে বিশ্বাস রাখতে হবে। ভুলভ্রান্তি তুলে না ধরে রোহিতকে সমর্থন করা উচিত বলেই আমি মনে করি।”

উল্লেখ্য, অধিনায়ক হিসাবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্ট খেললেও ট্রফি জিতে আসতে পারেনি ভারত, তার অনেকটা দায় অধিনায়কের। নিজের জন্মদিনে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সুনীল গাভাসকর। কিংবদন্তি ক্রিকেটাররা রোহিতের সমালোচনা করলেও, ভাজ্জি কিন্তু এই দুঃসময়ে রোহিতের পাশেই দাঁড়াচ্ছেন। তাঁকে সমর্থনের জন্য দেশের ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করছেন।

[আরও পড়ুন: জন্মদিনের দিনদুয়েক বাদে ধোনিকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট শ্রীসন্থের, বিতর্কে প্রাক্তন এই বোলার]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement