Advertisement
Advertisement

Breaking News

এবার ছোটপর্দায় নয়া চ্যালেঞ্জের মুখে গীতা ফোগাট

নয়া চ্যালেঞ্জে কি সফল হবেন তিনি?

Geeta Phogat to be in the next season of 'Khatron Ke Khiladi'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 8, 2017 9:09 am
  • Updated:July 13, 2018 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে ২০১০ কমনওয়েলথ গেমসে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন গীতা ফোগাট৷ গত বছর তাঁর সেই সুখের স্মৃতিকে নতুন করে উসকে দিয়েছিল বলিউড৷ আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবিতে ফুটে উঠেছিল ফোগাট বোনেদের পরিশ্রম আর সাফল্যের কাহিনি৷ যদিও সে ছবিতে স্বয়ং গীতা ও ববিতাকে দেখা যায়নি৷ তাঁদের চরিত্রে অভিনয় করেছিলেন বলি তারকারা৷ তবে এবার দর্শকদের সামনে অন্য ভূমিকায় ধরা দিতে চলেছেন গীতা ফোগাট৷ ছোটপর্দায় আসছেন তিনি৷

[‘ধর্মীয় স্থান বা স্কুল-কলেজের সামনে মদের দোকান কখনওই নয়’]

কামব্যাক করতে চলেছে জনপ্রিয় টিভি রিয়ালিটি শো ‘খতরো কে খিলাড়ি’৷ সেই শোয়েই এবার প্রতিযোগী হিসেবে দেখা যাবে গীতা ফোগাটকে৷ সূত্রের খবর, প্রথমে সেলিব্রিটিদের রিয়ালিটি ডান্স শোয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল গীতাকে৷ যেখানে প্রতিটি পর্বে পার্টনারের সঙ্গে নতুন নতুন ডান্স পারফর্ম করতে হয়৷ তবে তাতে রাজি হননি হরিয়ানার কুস্তিগির৷ অবশেষে ফিয়ার ফ্যাক্টরের হিন্দি ভার্সনের জন্য রাজি করানো গিয়েছে তাঁকে৷ শোয়ের ফর্ম্যাট মনে ধরেছে গীতার৷ সেই কারণেই শোয়ে যোগ তিনি আগ্রহ দেখিয়েছেন৷ অর্থাৎ সব ঠিকঠাক থাকলে, শোয়ে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে দেখা যাবে তাঁকে৷ ২০১২ সালে প্রথম ভারতীয় কুস্তিগির হিসেবে অলিম্পিকে কোয়ালিফাই করা গীতা, কুস্তির আখড়ায় লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন৷ এবার তাঁর সামনে থাকবে নতুন নতুন চ্যালেঞ্জ৷ সেই পরীক্ষায় কি সফল হবেন তিনি? উত্তর পেতে দর্শকদের চোখ থাকবে ‘খতরো কে খিলাড়ি’র দিকে৷

Advertisement

[কমল হাসানের বাড়িতে অগ্নিকাণ্ড, কোনওমতে প্রাণে বাঁচলেন অভিনেতা]

গীতার পাশাপাশি এই শোয়ে অংশ নিতে চলেছেন ছোটপর্দার অভিনেতা রবি দুবে ও নিয়া শর্মা৷ তাছাড়া প্রতিবারের মতো এবারও প্রতিযোগী হিসেবে থাকবেন রিয়ালিটি শো ‘বিগ বস’-এর বিজয়ী৷ দশম সংস্করণের চ্যাম্পিয়ন মনবীর গুজ্জরকে এবার শোয়ে দেখা যাবে বলেই জানানো হয়েছে৷

[OMG! কপিল শর্মার শোয়ের জায়গায় আসছে সুনীলের নয়া শো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement