Advertisement
Advertisement

Breaking News

দঙ্গল দেখে উচ্ছ্বসিত কুস্তিগির গীতা ফোগাট

২৩ ডিসেম্বর মুক্তি পাবে 'দঙ্গল'৷

Geeta Phogat praise for Aamir Khan’s ‘Dangal’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 5:24 pm
  • Updated:October 23, 2016 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুপোলি পর্দায় আত্মজীবনী দেখার পর মন ভরে গিয়েছিল বক্সার মেরি কমের৷ প্রিয়াঙ্কা চোপড়া তাঁকে নস্ট্যালজিক করে তুলেছিলেন৷ রিল লাইফে ধোনি রূপী সুশান্ত সিং রাজপুতকে দেখেও দারুণ খুশি হয়েছিলেন রিয়েল লাইফের ক্যাপ্টেন কুল৷ এবার একই প্রতিক্রিয়া পাওয়া গেল গীতা ফোগাটের তরফ থেকেও৷

dangal_web

Advertisement

আমির খানের ‘দঙ্গল’ দেখে উচ্ছ্বসিত ভারতীয় কুস্তিগির গীতা৷ বলছেন, ছবিতে তাঁকে এবং তাঁর বাবা মহাবীর ফোগাট ও ববিতা ফোগাটকে সঠিকভাবে তুলে ধরা হয়েছে৷ ঠিক যেমনটি চেয়েছিলেন, বড়পর্দায় তেমনটাই দেখতে পেয়েছিলেন৷ বলিউডের বক্স অফিসের কথা ভেবে চরিত্রগুলিতে কোনও রং চড়ানো হয়নি৷ প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে দুই মেয়েকে কুস্তিগির বানাতে মহাবীর ফোগাটকে যে কতটা পরিশ্রম করতে হয়েছিল, তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ‘দঙ্গল’-এ৷ মহিলারা কুস্তিগির হতে পারে না, তথাকথিত এই চিন্তাধারায় জোর ধাক্কা দিয়েছিলেন তাঁর বাবা৷ মহাবীরের চরিত্রে আমির খানের প্রশংসা করে গীতা বলেন, “এত বড় স্টার হয়েও তিনি এক্কেবারে মাটির মানুষ৷” আর তাই নতুন করে মিস্টার পারফেকশনিস্টের ফ্যান হয়ে উঠেছেন ২০১০ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী গীতা৷

ইতিমধ্যেই ‘দঙ্গল’-এর ট্রেলার সিনেপ্রেমীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে৷ ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘দঙ্গল’৷ ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা দেশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement