Advertisement
Advertisement

Breaking News

পদ্মশ্রী সম্মান গ্রহণের পর স্ত্রীকে এ কী বললেন গম্ভীর!

গম্ভীরের টুইটই হয়ে উঠেছে নেটিজেনদের চর্চার বিষয়।

Gautam Gambhir trolls wife Natasha after receiving Padma Shri
Published by: Sulaya Singha
  • Posted:March 17, 2019 3:44 pm
  • Updated:March 17, 2019 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নামের সঙ্গে স্বভাবটা একেবারে মিলে যায়। গৌতম গম্ভীরকে বেশ গম্ভীর স্বভাবের ক্রিকেটার বলেই চেনে দেশ। খুব একটা হাসতে, ঠাট্টা করতে দেখা যায় না তাঁকে। কিন্তু পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার পর একদম অন্য মেজাজে ধরা দিলেন কেকেআর দলের প্রাক্তন অধিনায়ক।

ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় সর্বদাই চর্চায় থাকেন গম্ভীর। অনুরাগীদের প্রশ্নের উত্তর দেওয়া থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে ওঠা, নেটদুনিয়ায় বেশ অ্যাকটিভ তিনি। কিন্তু এবার অন্য কাউকে নিয়ে নয়, নিজের স্ত্রীকে নিয়েই সোশ্যাল সাইটে মশকরা করলেন করলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার। শনিবারই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী সম্মান পেয়েছেন ২০০৭ ও ২০১১ সালের বিশ্বজয়ী দলের সদস্য। ভারতীয় ক্রিকেটে তাঁর মূল্যবান অবদানের জন্যই অবসরের পর এই স্বীকৃতি পেলেন গম্ভীর। পুরস্কার গ্রহণের সময় রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন গম্ভীরের স্ত্রী নাতাশাও। স্বামীর সাফল্যের দিনে গর্বিত ও আপ্লুত স্ত্রীও। রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে একটি ছবিও পোস্ট করেন গোতি। আর সেখানেই নাতাশাকে নিয়ে মশকরা করেন তিনি। লিখেছেন, “সজোরে ধপাস করে আবার বাস্তবে ফিরে এলাম। পদ্মশ্রীর সঙ্গে শ্রীমতী নাতাশা। এরপর নেপথ্যে যে গোলাবর্ষণ হতে চলেছে, তা নিয়ে চিন্তা করবেন না। প্রতিদিনই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।”

Advertisement

[ফের গুরুতর চোট, দোহা বিশ্বকাপ থেকে নাম তুললেন দীপা]

সাধারণত পরিবার নিয়ে কোনও পোস্ট করেন না গম্ভীর। তাই গতানুগতিক ধাঁচ থেকে বেরিয়ে তাঁর এমন টুইট মন কেড়েছে নেটিজেনদের। অনেকেই লিখেছেন, এমন লেখা পড়ে না হেসে থাকা যায় না। মাঠের মতোই মাঠের বাইরেও দারুণ পারফর্ম করলেন গম্ভীর। পদ্মশ্রী ক্রিকেটারকে অভিনন্দন জানানোর পাশাপাশি উভয়কেই সুখী দাম্পত্য জীবনের শুভেচ্ছাও জানিয়েছেন প্রত্যেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement