সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষিতা হয়েছে একটি আট বছরেরে বাচ্চা মেয়ে। শুধু কি তাই! কাঠুয়া ধর্ষণকাণ্ডের খবর আসার পর বিহ্বল দেশবাসী। মুখ খুলছেন সেলেবরাও। তবে সবার হয়ে সার কথাটি বোধহয় বলে দিয়েছেন ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি জানাচ্ছেন, দেশের চেতনা-বিবেকই ধর্ষিতা হয়েছে। এবার অন্তত সিস্টেম শাস্তি দিতে উঠে দাঁড়াক। প্রমাণ করুক সিস্টেমেরও সাহস আছে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গৌতম।
[ বাঁচতে চাইলে পালাও, হুমকি পেয়েও আসিফার জন্য লড়ছেন এই মহিলা আইনজীবী ]
গোটা দেশই শোকে মূহ্যমান। এতটাই নিষ্ঠুর এ ঘটনা যে নিন্দার ভাষাও যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। সমালোচনা, প্রতিবাদ সবই চলছে। কিন্তু ঘটনার রূঢ়তায় যেন ভাষা হারিয়ে দিচ্ছে। অথবা রাগিয়ে তুলেছে সাধারণ মানুষ থেকে সেলবদেরও। গৌতম তাই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ঘটনার নিষ্ঠুরতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, এ ধর্ষণ আসলে ভারতের আত্মারই। কবে আর সিস্টেম মাথা তুলে দাঁড়িয়ে প্রমাণ করবে যে তারও সাহস আছে? এটাই সেই সময়, যখন সিস্টেমও ঘুরে দাঁড়িতে পারে। যারা আসিফার আইনজীবীকে হুমকি দিচ্ছে, তাদেরও একহাত নিয়েছেন গৌতম। জানিয়েছেন এর থেকে লজ্জার আর কিছু হয় না।
Indian consciousness was raped in Unnao and then in Kathua. It’s now being murdered in corridors of our stinking systems. Come on ‘Mr System’, show us if you have the balls to punish the perpetrators, I challenge you. #KathuaMurderCase #UnnaoRapeCase
— Gautam Gambhir (@GautamGambhir) April 12, 2018
Shame on those, especially the lawyers, who are challenging and obstructing Deepika Singh Rajawat, the counsel of our victimised daughter from Kathua. बेटी बचाओ से अब क्या अब हम बलात्कारी बचाओ हो गए हैं? #kathuaHorror pic.twitter.com/V9jdAFFMl0
— Gautam Gambhir (@GautamGambhir) April 12, 2018
এদিকে খবর ছড়িয়ে পড়তেই একে একে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন সেলেবরা। অক্ষয় কুমার বলছেন, আরও একবার সমাজ হিসেবে, সমষ্টি হিসেবে, সভ্য মানুষ হিসেবে আমরা ব্যর্থ হলাম। অনুষ্কা শর্মারও প্রশ্ন, কোন পৃথিবীতে আমরা বাস করছি? রাজকুমার রাওয়ের প্রশ্ন, সুস্থ চেতনায় কোনও ব্যক্তি এই কাজকে সমর্থন করে কী করে? সোনম কাপুরের বিস্ময়, এই দেশেই এই ঘটনা ঘটেছে বলে!
Yet again we’ve failed as a society. Can’t think straight as more chilling details on little Asifa’s case emerge…her innocent face refuses to leave me. Justice must be served, hard and fast! https://t.co/xrW5RVffLe
— Akshay Kumar (@akshaykumar) April 12, 2018
This is beyond horrible. How can anyone in their right senses defend these monsters? #JusticeforAsifa #JusticeforHumanity https://t.co/54dBAdECXu
— Rajkummar Rao (@RajkummarRao) April 12, 2018
The cruelest form of evil is harming an innocent child. What is happening to the world we live in??? These people should be given the most severe punishment there is! Where are we heading as humanity?
Shaken to my core.#JusticeforAsifa— Anushka Sharma (@AnushkaSharma) April 12, 2018
Can’t believe this is happening!!!! Shocked and appalled at what this has come to.. really hope justice is served! Really really really hope 🙏 https://t.co/m5LId8mAzi
— Alia Bhatt (@aliaa08) April 12, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.