Advertisement
Advertisement

সুকমায় শহিদদের পরিবারকে ম্যাচ সেরার পুরস্কার অর্থ দান গম্ভীরের

‘গৌতম গম্ভীর ফাউন্ডেশন’ ওই শহিদদের সন্তানদের পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে৷

Gautam Gambhir donates prize money to Sukma martyrs kin
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 28, 2017 3:27 pm
  • Updated:July 11, 2018 10:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল-এর বয়স যত বাড়ছে, ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছেন গৌতম গম্ভীর৷ চলতি টুর্নামেন্টে শুধু ব্যাট হাতেই নয়, কেকেআর নেতার মগজাস্ত্রেরও বারবার প্রশংসা শোনা যাচ্ছে৷ এবারের আইপিএল-এ দুর্দান্ত নেতৃত্ব দিয়ে দলকে লিগ তালিকার শীর্ষে তুলে এনেছেন তিনি৷ ঘরের মাঠ হোক কিংবা অ্যাওয়ে ম্যাচ, রেয়াত করেননি কোনও দলকেই৷ কিন্তু নেতা গম্ভীরকেও ছাপিয়ে গিয়েছেন মানুষ গম্ভীর৷ মিতহাসির গম্ভীরের নরম মনের পরিচয় বারবার ধরা পড়েছে তাঁর কর্যকলাপে৷ শুক্রবার ইডেনেও তার ব্যতিক্রম হল না৷

[গম্ভীর-উথাপ্পার ব্যাটিং ঝড়ে দিল্লিকে হেলায় হারাল কেকেআর]

এদিন ৭১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন গোতি৷ এই নিয়ে আইপিএল-এ ৩৫টি হাফ-সেঞ্চুরির একমাত্র মালিক হয়ে গেলেন তিনি৷ তাঁর পরে রয়েছেন ডেভিড ওয়ার্নার৷ তাঁর ঝুলিতে ৩৪টি অর্ধশতরান রয়েছে৷ ইডেনের মুখে আরও একবার হাসি ফোটানোর সুবাদে ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হয় গম্ভীরকেই৷ বাইশ গজের পারফরম্যান্সের পরও যেন ইডেন উৎসব খানিকটা বাকি ছিল৷ যা পূরণ হল গম্ভীরের পুরস্কার নেওয়ার সময়৷ তখনই নতুন করে দর্শকদের মন জয় করলেন তিনি৷ গম্ভীর জানালেন, ম্যাচ অফ দ্য ম্যাচের প্রাইজ মানি তিনি সুকমায় শহিদদের পরিবারকে দান করতে চান৷

Advertisement

[‘কেকেআরের জয় কিন্তু জওয়ানদের প্রাণ ফেরাতে পারবে না’]

ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় শহিদ হয়েছিলেন ২৫ জন আধাসেনা। আর ভয়াবহ সেই আক্রমণ নাড়িয়ে দিয়েছিল নাইট অধিনায়ক গৌতম গম্ভীরকে। ইতিমধ্যেই ‘গৌতম গম্ভীর ফাউন্ডেশন’ ওই শহিদদের সন্তানদের পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে৷ কাজও শুরু হয়ে গিয়েছে। এবার ম্যাচ সেরার পুরস্কার অর্থও দিয়ে বড় মনের পরিচয় দিলেন নাইট নেতা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement