Advertisement
Advertisement

দাদার পাশে দাঁড়িয়ে শাস্ত্রীকে একহাত নিলেন গম্ভীর

শাস্ত্রী-সৌরভ তরজায় এবার দাদার পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর৷ কোচ বাছাই ইস্যুতে রবি শাস্ত্রীকে একহাত নিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক৷

Gautam Gambhir absolutely destroys Ravi Shastri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2016 9:29 pm
  • Updated:July 8, 2022 12:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাস্ত্রী-সৌরভ তরজায় এবার দাদার পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর৷ কোচ বাছাই ইস্যুতে রবি শাস্ত্রীকে একহাত নিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক৷

টিম ইন্ডিয়ার কোচ বাছাই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে ছিলেন রবি৷ ভারতীয় দলের প্রাক্তন টিম ডিরেক্টর বলেছিলেন, কোচ নির্বাচনের বৈঠকে ছিলেন না সৌরভ৷ বুধবার শাস্ত্রীর মন্তব্যের পাল্টা দিয়ে দাদা জানিয়ে ছিলেন, শাস্ত্রী তাঁকে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করছেন৷ তাঁর মন্তব্য আঘাত করেছে সৌরভকে৷ এবার সেই ইস্যুতেই দাদার পাশে দাঁড়িয়ে শাস্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন গম্ভীর৷ দিল্লির ব্যাটসম্যান বলেন, “শাস্ত্রীকে কোচ করা হয়নি, এই সত্যিটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না৷ বিসিসিআই যে পদ্ধতিতে ভারতীয় কোচ বেছে নিয়েছে, তাতে অনিল কুম্বলেই সবচেয়ে যোগ্য প্রার্থী৷ এতে অবাক হওয়ার কিছু নেই৷ কোচ হওয়ার জন্য যাঁরা দৌড়ে ছিলেন তাঁদের মধ্যে কুম্বলেই সবচেয়ে বড় নাম ছিল৷”

Advertisement

রবি বারবার দাবি করে এসেছেন, ১৮ মাস টিম ইন্ডিয়ার ডিরেক্টর থাকাকালীন তিনি দলকে অনেক সাফল্য দিয়েছেন৷ একথা অবশ্য মানতে নারাজ গম্ভীর৷ শাস্ত্রীর কাজের খতিয়ান দিয়ে তিনি বলেন, “শাস্ত্রী যে বলছেন তাঁর আমলে দল নাকি সাফল্য পেয়েছে৷ কই, বাংলাদেশে ওয়ানডে সিরিজ হারের কথা বা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের কথা তো তিনি বলছেন না? আবার যদি দু’টো বিশ্বকাপের কথা বলেন, তাহলে বলতে হয়, একটি (টি-টোয়েন্টি) তো ঘরের মাটিতেই হয়েছিল৷ তাতে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছনোকে বিরাট কিছু সাফল্য বলা যায় না৷ এখানেই শেষ করেননি গম্ভীর৷ ধোনি-বিরাটদের জন্য অনিল কুম্বলেই কেন সেরা কোচ তারও ব্যাখ্যা দিয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান৷ তিনি বলেন, “কুম্বলেই সেরা কারণ তিনি নিজে একজন পরিশ্রমী ক্রিকেটার৷ ফলে দলের মধ্যেও সেই পরিবেশটা নিয়ে আসতে পারবেন৷ শুধু মুখে বড় বড় সাফল্যের কথা বললেই সবকিছু প্রমাণ করা যায় না৷”

শাস্ত্রী-সৌরভ তরজা থামাতে আসরে নেমেছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লাও৷ টুইট করে তিনি বলেন, “রবি ও সৌরভ দু’জনেরই উচিত, সংযত হওয়া ও বিসিসিআই-এর সিদ্ধান্তকে সম্মান জানানো৷ ভারতীয় ক্রিকেটে দু’জনেরই বড় অবদান রয়েছে৷” শুক্লার মতে, যে বিষয়টি নিয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তার জন্য পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি করার আর কোনও মানে হয় না৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement