সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) প্রথম টেস্টের বল গড়াচ্ছে ১২ জুলাই। টিম ইন্ডিয়া অনুশীলন করছে বার্বাডোজে। ভারতীয়দের অনুশীলন দেখতে উপস্থিত হলেন ৮৭ ছুঁতে চলা স্যর গ্যারফিল্ড সোবার্স (Gary Sobers)। উল্লেখ্য, ২৮ জুলাই ৮৭-তে পড়বেন ক্যারিবিয়ান কিংবদন্তি।
ভারতীয়দের অনুশীলনে স্যর গ্যারিকে দেখে নিজে থেকে এগিয়ে যান বিরাট কোহলি (Virat Kohli)। সোবার্স ও কোহলি এক অপরের সঙ্গে সাক্ষাৎ করছেন, কুশল বিনিময় করছেন, সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কোহলি হ্যান্ডশেক করছেন সোবার্সের সঙ্গে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের টুইটার হ্যান্ডল থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। লেখা হয়েছে, ”টিম ইন্ডিয়া মিটস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ দ্য গেম–স্যর গ্যারফিল্ড সোবার্স।”
ভারত অধিনায়ক রোহিত শর্মা, অজিঙ্কে রাহানে, শার্দূল ঠাকুররা সাক্ষাৎ করেন সোবার্সের সঙ্গে। শুভমন গিলের সঙ্গে পরিচয় করিয়ে দেন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ভিডিওতে দেখা যাচ্ছে, শুভমন গিলকে সঙ্গে নিয়ে রাহুল দ্রাবিড় পরিচয় করিয়ে দিচ্ছেন সোবার্সের সঙ্গে। গিলকে পরিচয় করানোর সময়ে দ্রাবড়িকে বলতে শোনা গিয়েছে, ”শুভমন গিল আমাদের অন্যতম আকর্ষণীয় ব্যাটসম্যান।” রবিচন্দ্রন অশ্বিন কিংবদন্তিকে জিজ্ঞাসা করেন, ”হ্যালো স্যর, কেমন আছেন?” দ্রাবিড় কথা বলছেন সোবার্সের সঙ্গে। ভিডিও শেষ হচ্ছে এভাবেই।
In Barbados & in the company of greatness! 🫡 🫡#TeamIndia meet one of the greatest of the game – Sir Garfield Sobers 🙌 🙌#WIvIND pic.twitter.com/f2u1sbtRmP
— BCCI (@BCCI) July 5, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.