সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটদুনিয়ায় তাঁদের নাম পাশাপাশি লিখলে এখনও বিভাজনের খবরই প্রথমে উঠে আসে৷ এককালের সফল যুগলবন্দি যেন এক নিমেষে বদলে গিয়েছিল বিভাজনে৷ কোচ গোপীচাঁদের অ্যাকাডেমি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সফল ছাত্রী৷ তারপর অনেক জল গড়িয়েছে৷ ব্যর্থতার আকাশ যে কোন রঙের, তা ভালই চিনেছেন সাইনা নেহওয়াল৷ আর তারপরই গোপীচাঁদের অ্যাকাডেমিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাইনা৷ গুরু অবশ্য শিষ্যের আবদারে না করেননি৷ রাজি হয়েছেন সাইনাকে ফিরিয়ে নিতে৷ ফলত বহুদিন পর পুনর্মিলন৷
[ ওয়ানডে ম্যাচে ১০০ স্টাম্পিং, নজির গড়লেন ধোনি ]
বলা যায় সাইনাকে হাতে ধরে তৈরি করেছিলেন গোপীচাঁদই৷ তাঁদের যুগলবন্দিতে ভারতীয় ক্রীড়াদুনিয়ায় ব্যাডমিন্টন ফিরে এসেছিল স্বমহিমায়৷ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সাইনার রূপো ও ব্রোঞ্জ এসেছে কোচ গোপীচাঁদের তত্বাবধানেই৷ সে সময় খ্যাতির শীর্ষে পৌঁছন সাইনা৷ সাফল্যের পথ বেয়ে আসে ইগোর লড়াইও৷ আর তারপর থেকেই ঝামেলার সূত্রপাত৷ সেই সময় গোপীচাঁদের অ্যাকাডেমিতে দ্রুত উত্থান হচ্ছে এক তরুণীর৷ জহুরী জহর চেনেন৷ কোচ গোপীচাঁদ ঠিকই চিনেছিলেন পি ভি সিন্ধুকে৷ গতবারের অলিম্পিকই তার প্রমাণ৷ কিন্তু সাইনার অভিযোগ ছিল, অন্যদের দিকে নজর দেওয়ার কারণে এক সময়ের প্রিয় ছাত্রীর দিকে তেমন মনযোগ নেই গোপীচাঁদের৷ যদিও স্বভাবে চুপচাপ গোপীচাঁদ এর উত্তর দেননি৷ সাইনা অ্যাকাডেমি ছাড়েন৷ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে হারের জন্য কোচকেই কাঠগড়ায় তোলেন সাইনা৷ হায়দরাবাদ ছেড়ে পাড়ি জমান বেঙ্গালুরুতে৷ কোচ বিমল কুমারের শিষ্যত্ব গ্রহণ করেননি৷ কিন্তু সাফল্য ও ব্যর্থতার সমীকরণ বড় অদ্ভুত৷ কোচের নজর কম হওয়া যদি ব্যর্থতার কারণ হয়, তবে অন্য কোচের প্রশিক্ষণে আরও ভাল ফল করার কথা ছিল সাইনার৷ পারেননি৷ বারংবার ব্যর্থ হয়েছেন৷ নিজের স্কিলই যেন ক্রমশ খোয়াচ্ছিলেন৷ অন্যদিকে, গোপীচাঁদের হাত ধেরে দ্রুত উত্থান হয় সিন্ধু, শ্রীকান্তর৷ গত অলিম্পিকে সিন্ধুকে দিয়েই গোপীচাঁদ যেন দেখিয়ে দিয়েছেন, সাফল্য কীভাবে অর্ঝন করতে হয়৷ আর কে সেটা পারেন৷
[ ‘দলে সুযোগ পেতে ফর্ম নয়, জরুরি ভাল হেয়ার স্টাইল,’ বিস্ফোরক গাভাসকর ]
কেরিয়ারেরে এই অবস্থায় দাঁড়িয়ে অবশ্য সঠিক সিদ্ধান্তটি নিতে ভুল করলেন না সাইনা৷ ফের দ্বারস্থ হলেন গোপী স্যারের৷ টুইটারে এ খবর দিয়ে সাইনা জানিয়েছেন, ফের গোপীচাঁদের অধীনে প্রশিক্ষণের জন্য তিনি স্যারের কাছে আবেদন করেছিলেন৷ শিষ্যার আবেদন মঞ্জুরই করেছেন স্যার৷ বিরাগবশত কোনওরকম বৈরিতাকে প্রশ্রয় দেননি৷ ফলত ফের হায়দরাবাদে গোপীচাঁদের অ্যাকাডেমিতে ফিরছেন সাইনা৷
For a while I’ve been thinking about moving my training base back to the Gopichand academy and I had a discussion about this with Gopi sir
— Saina Nehwal (@NSaina) September 4, 2017
I’m also very thankful to Vimal sir for helping me for the last three years. He helped reach world no.1 in the rankings ..
— Saina Nehwal (@NSaina) September 4, 2017
And also helped me win two world championships medal silver in 2015 and bronze in 2017 along with many super series titles ..
— Saina Nehwal (@NSaina) September 4, 2017
I m very happy to b back home and train in Hyderabad 👍👍keep supporting friends 🙏🙏
— Saina Nehwal (@NSaina) September 4, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.