Advertisement
Advertisement

সূর্য নমস্কার করে মুসলিমদের বিদ্রুপের শিকার কাইফ

মীর, মহম্মদ শামির পর এবার মহম্মদ কাইফ। ফের মুসলিম ধর্মাবলম্বীদের আক্রমণের শিকার একজন মুসলমানই।

Fundamentalists attack Mohammad Kaif for posting Pictures of Surya Namaskar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 1, 2017 3:30 pm
  • Updated:January 1, 2017 3:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মীর, মহম্মদ শামির পর এবার মহম্মদ কাইফ। ফের মুসলিম ধর্মাবলম্বীদের আক্রমণের শিকার একজন মুসলমানই। সোশ্যাল মিডিয়ায় সূর্য নমস্কারের ছবি দেওয়ায় তীব্র সমালোচনা ও বিদ্রুপ করা হল তাঁকে।

প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার সূর্য নমস্কারের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন। জানিয়েছিলেন, শরীর গঠনের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ব্যায়াম এটি। সূর্য নমস্কারের আরও প্রশংসা করেছিলেন তিনি। কোনও যন্ত্রপাতি ছাড়া এর থেকে ভাল ব্যায়াম যে আর নেই, সে কথাও জানিয়েছিলেন। কিন্তু তারপরই শুরু হয় সমালোচনা। তাঁকে বলা হয়, সূর্য প্রণাম মুসলিম ধর্মবিশ্বাসের বিরোধী। তাই এ নিয়ে এত কথা বলা তাঁর উচিত হয়নি। ইসলামে সূর্য নমস্কার নিষিদ্ধ বলেও জানান জনৈক ব্যক্তি। তাঁর মত, আল্লাহর সামনে ছাড়া আর কারও সামনে মাথা ঝোঁকানোর নিয়ম নেই ইসলামে। কেউ তাঁকে প্রশ্ন করেন, কখনও নমাজ পড়ার ছবি লাগিয়েছেন কি?

Advertisement

একের পর এক এই ধরনের সমালোচনামূলক মন্তব্য আসতে থাকে। এরপরই ফের মুখ খুলতে বাধ্য হন কাইফ। জানান, তিনি যখন সূর্য নমস্কার করছিলেন, তখন আল্লাহ তাঁর হৃদয়েই ছিল। ধর্মের সঙ্গে ব্যায়ামের যে কী সম্পর্ক সে প্রশ্নও করেন তিনি।

এর আগে একই ধরনের আক্রমণের শিকার হয়েছিলেন শিল্পী মীর। ক্রিসমাস সেলিব্রেশনের ছবি দেওয়ায়, ইসলামবিরুদ্ধতার দায়ে তাঁকে অভিযুক্ত করেছিলেন অনেকে। স্ত্রীর ছবি দিয়ে বিপাকে পড়েছিলেন ক্রিকেটার মহম্মদ শামিও। তা নিয়ে নেটদুনিয়ায় বিস্তর সমালোচনাও হয়েছিল। কিন্তু তাতেও ধর্মান্ধতার ছবিটি বিশেষ কিছু বদলায়নি। কেননা কাইফের ঘটনায় দেখা গেল, সেই ট্র্যাডিশন সমানেই চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement