সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফি৷ তাই নিঃসন্দেহে উচ্ছ্বাসটা এক্কেবারে অন্যরকম৷ সানিয়া মির্জাও যখন টুর্নামেন্টে হার মেনেছিলেন, তখন ভারতকে স্বপ্ন দেখাচ্ছিলেন একমাত্র ভারতীয় টেনিসতারকা রোহন বোপন্না৷ অবশেষে স্বপ্নপূরণ হল৷ ফরাসি ওপেন জিতে টেনিস কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব পকেটে পুরলেন রোহন বোপন্না৷
হায়দরাবাদি সুন্দরী সানিয়া, দুই কিংবদন্তি লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতির পর চতুর্থ ভারতীয় তারকা হিসেবে গ্র্যান্ড স্লাম খেতাব জিতে নিলেন বোপন্না৷ বৃহস্পতিবার মিক্সড ডাবলস ফাইনালে কানাডিয়ান পার্টনার গ্যাব্রিয়েলা ড্যাব্রোস্কির সঙ্গে জুটি বেঁধে বাজিমাত করলেন বোপন্না৷ টুর্নামেন্টের সপ্তম বাছাই বোপন্না-ড্যাব্রোস্কি জুটি হারায় জার্মান অ্যানা ও কলম্বিয়ার রবার্টকে৷ বোপন্নাদের পক্ষে ম্যাচের ফল ২-৬, ৬-২, ১২-১০৷ জীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল৷ আর দ্বিতীয়বারই ট্রফি ঘরে তুলল ইন্দো-কানাডিয়ান জুটি৷ এদিনের টানটান ম্যাচে প্রথম সেটে দুই পয়েন্ট পিছিয়ে থেকেও সেট জিতে নেয় বিপক্ষ জুটি৷ কিন্তু তারপর আর বোপন্না-ড্যাব্রোস্কিকে আটকানো যায়নি৷ পরের দু’টি সেট জিতে ট্রফি নিশ্চিত করেন তাঁরা৷
Bopannnaaaaaaaaa 💃🏽💃🏽💃🏽💃🏽💪🏽💪🏽💪🏽💪🏽 long time coming !!well done you two #grandslamchampion 🏆🏆#RolandGarros2017 @rohanbopanna @GabyDabrowski
— Sania Mirza (@MirzaSania) June 8, 2017
২০১০ সালে পাক পার্টনার আইসাম-উল-হক-কুরেশির সঙ্গে জুটি বেঁধে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন বোপন্না৷ সেবার ব্রায়ান ব্রাদার্সের কাছে পরাস্ত হয়েছিলেন তাঁরা৷ তবে বৃহস্পতিবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেনি৷ বরং তৈরি হয় নয়া ইতিহাস৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম সেটের পঞ্চম গেমে দুটি ব্রেকপয়েন্ট নষ্ট করেন বোপন্নারা৷ তা সত্ত্বেও আত্মবিশ্বাস হারায়নি ইন্দো-কানাডিয়ান জুটি৷ দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান তাঁরা৷ তৃতীয় সেটে টাইয়ে পৌঁছে যায় খেলা৷ সেখান থেকে ম্যাচ বের করে নিয়ে আসেন বোপন্নরা৷ রুদ্ধশ্বাস লড়াই শেষে নিজের পারফরম্যান্স নিয়ে খুশি বোপন্না৷ জয়ের জন্য বোপন্নাকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন সানিয়াও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.