সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোন ও আত্মীয়ার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। ঈশ্বরের নামে বলি দেওয়া হয়েছিল মা’কে। সম্প্রতি এমনই বিস্ফোরক স্বীকারোক্তি শোনা গেল প্রাক্তন ফরাসি ফুটবলারের মুখে।
শিবা এন’জিগোউ। ২০০১ থেকে ২০১০ সালের মধ্যে ফরাসি ক্লাব এফসি নানতেস ও রেইমসের হয়ে খেলেছেন এই ফরাসি ফুটবলার। গ্যাবনের জাতীয় দলের হয়ে খেলেছেন টানা আট বছর (২০০০-২০০৮)। পাঁচটি গোলও করেছেন। ২০১৬ সালে ফুটবলকে বিদায় জানান। সম্প্রতি একটি ইংরাজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন তিনি। তাঁর দাবি, ফুটবল কেরিয়ারের উন্নতির জন্য কুসংস্কারের বশবর্তী হয়ে তাঁর মাকে ঈশ্বরের নামে বলি দেওয়া হয়েছিল। এখানেই শেষ নয়। প্রাক্তন ফুটবলার জানান, একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল তাঁর। তবে শুধু পুরুষই নয়, মহিলাদের প্রতিও একইরকম আসক্তি ছিল শিবার। নিজের এক কাছের আত্মীয়ার সঙ্গেও যৌন মিলনে লিপ্ত হয়েছিলেন তিনি। এমনকী রক্তের সম্পর্কের বোনের সঙ্গেও সঙ্গম করেছেন। বলেন, এতকাল এসব কথা গোপন রেখেই খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মিথ্যে কথাই বলে গিয়েছেন। তাঁর স্বীকারোক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে। প্রাক্তন ফুটবলারের কথায় হতবাক তাঁর ফ্যানেরা।
বেআইনি, নক্ক্যারজনক, নৃশংস, হিংস্র, অমানবিক সবধরনের কাজের সঙ্গেই নাম জড়িয়ে তাঁর। জীবনে কোনও খারাপ কাজ করাই বাকি নেই তাঁর। আর খেলা থেকে বিদায় জানানোর কয়েক বছর পর ক্যামেরার সামনে সেসব কথা অকপটে স্বীকারও করে নিয়েছেন তিনি। শিবা জানান, বর্তমানে তাঁর বয়স ৩৯ বছর। কিন্তু জন্মের শংসাপত্রে তাঁর বয়স পাঁচ বছর কমানো আছে। তাঁর অভিভাবকরাই নাকি বয়স ভাঁড়ানোর মতো বেআইনি কাজ করেছিলেন। অথচ মজার বিষয় হল, মাত্র ১৬ বছর বয়সেই ফুটবলে অভিষেক ঘটেছিল তাঁর। এমনকী আফ্রিকান কাপ চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম ফুটবলারের তকমা পেয়েছিলেন। কিন্তু এখন বোঝা যাচ্ছে, সেসব বয়স আসলে ভুয়ো ছিল।
Ex Gabon Striker, Shiva N'Zigou, who holds the records for the Youngest Player To Play & Score in AFCON at "16 years, 93 days" for Gabon against South Africa in their 3-1 loss in 2000, has admitted that he lied about his age, revealing that he was actually born in 1978 NOT 1983. pic.twitter.com/QJ7hF9hKN0
— Africa Facts Zone (@AfricaFactsZone) August 17, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.