Advertisement
Advertisement

Breaking News

Sourav Ganguly

‘বিশ্বখ্যাত অধিনায়কের কাছ থেকে এটা আশা করিনি’, সৌরভকে আক্রমণ প্রাক্তন পাক অধিনায়কের

কী বলেছিলেন সৌরভ?

Former Pakistan captain Salman Butt wasn't too happy with Sourav Ganguly's remark । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 16, 2023 4:33 pm
  • Updated:June 16, 2023 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলেছিলেন, বিশ্বকাপ জেতার থেকেও কঠিন আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। যুক্তি দিয়ে সৌরভ বলেছিলেন, আইপিএল-এর প্লে অফে পৌঁছতে হলে ১৪টি ম্যাচ দরকার। চ্যাম্পিয়ন হতে গেলে ১৭টি ম্যাচ খেলা দরকার। সেখানে বিশ্বকাপের সেমিফাইনালের ছাড়পত্র জোগাড় করতে হলে ৪-৫টি ম্যাচ দরকার। সৌরভের এহেন যুক্তি মেনে নিতে পারেননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট (Salman Butt)।

সৌরভের বক্তব্যকে সমর্থন না করে প্রাক্তন পাক অধিনায়ক বলছেন, ”একজন বিশ্বখ্যাত প্লেয়ার এবং অধিনায়ক এমন কথা বলছে দেখে অবাকই হলাম। এটা প্রত্যাশিত ছিল না। লিগ ক্রিকেটের সঙ্গে টেস্ট বা আন্তর্জাতিক মানের ক্রিকেটের কি তুলনা করা যায়? ক্রিকেটের চূড়ান্ত ফরম্যাটের সঙ্গে ক্ষুদ্র একটি ফরম্যাটের তুলনা করা মোটেও যুক্তিসঙ্গত নয়। কনিষ্ঠ ফরম্যাটে মাত্র চারজন বিদেশি ক্রিকেটার থাকে। কোনও তুলনাই হয় না দুই ফরম্যাটের মধ্যে।”

Advertisement

[আরও পড়ুন: ফের চমক মোহনবাগানের, টিডি হিসেবে আসছেন হাবাস]

 

বিরাট কোহলি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরে রোহিত শর্মাকে অধিনায়ক করা ছাড়া দ্বিতীয় কোনও উপায় খোলা ছিল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের কাছে। রোহিতের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়ার পরে সৌরভ আশাপ্রকাশ করেছিলেন, আইসিসি ট্রফি খরা কাটাতে পারেন রোহিত।

সৌরভ বলেন, ”বিরাট নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরে রোহিতই ছিল সেরা পছন্দ। রোহিত পাঁচটা আইপিএল ট্রফি জিতেছে। আন্তর্জাতিক পর্যায়ে দলকে ভাল নেতৃত্বও দিয়েছিল। ভারত এশিয়া কাপ জিতেছিল রোহিতের নেতৃত্বে।”

[আরও পড়ুন: ‘অস্ট্রেলিয়া সিরিজই আমার শেষ’, স্ত্রীকে বলেছিলেন অশ্বিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement