Advertisement
Advertisement
Virat Kohli Babar Azam

ফ্যাব ফোর থেকে ছিটকে গিয়েছেন বিরাট! বাবরকে ঢোকানোর দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের

কোহলি প্রত্যাশা পূরণে ব্যর্থ বলেই মনে করছেন ভারতের প্রাক্তন ওপেনার।

Former India opener Aakash Chopra believes Virat Kohli slips from the list of Fab four। Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 8, 2023 4:49 pm
  • Updated:July 8, 2023 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যাব ফোরে আর নেই বিরাট কোহলি (Virat Kohli)। নিজের ইউটিউব চ্যানেলে এমনই দাবি করলেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া (Aakash Chopra)।

ফ্যাব ফোর বা ফ্যাবুলাস ফোর, এই তালিকায় ছিলেন চার তারকা। তাঁদের মধ্যে ছিলেন কোহলিও। কিন্তু টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় কোহলি রান পাননি। সেই কারণে আকাশ চোপড়া মনে করেন, ফ্যাব ফোরের যে তালিকা, তা থেকে ছিটকে গিয়েছেন কোহলি। ফ্যাব ফোরের পরিবর্তে ফ্যাব থ্রি হওয়া উচিত। সেই তালিকায় থাকা উচিত পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের।

Advertisement

[আরও পড়ুন: ভোট হিংসায় ‘মমতার গণতন্ত্র’কে তোপ বিজেপির, ‘বেশি মৃত্যু তৃণমূল কর্মীরই’, পালটা শাসকদলের]

আকাশ চোপড়া বলছেন, ”কেন আর জো রুটকে নিয়ে কোনও প্রশ্ন নেই। স্টিভ স্মিথের গড় ৫০, ছ’টি সেঞ্চুরি করেছে সম্প্রতি। ওকে নিয়েও কোনও প্রশ্ন নেই। কিন্তু এই মুহূর্তে ডেভিড ওয়ার্নার এবং বিরাট কোহলির যা ফর্ম তাতে ওরা ফ্যাব ফোরের অন্তর্ভূক্ত নয়। এই মুহূর্তে কোনও ফ্যাব ফোর নেই। ফ্যাব থ্রি রয়েছে।”

আকাশ চোপড়া মনে করেন ফ্যাব থ্রি-তে বাবর আজমের জায়গা পাওয়া উচিত। আকাশ চোপড়া বলছেন, ”জো রুট, কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথ রয়েছে তালিকায়। কিন্তু তালিকা থেকে ছিটকে গিয়েছে কোহলি। ছিটকে গিয়েছে ওয়ার্নারও। কোহলি হয়তো সেই তালিকায় ফিরেও আসবে কিন্তু ওয়ার্নার ফিরতে পারবে কিনা, এব্যাপারে আমি নিশ্চিত নই। ওয়ার্নারের ক্রিকেট কেরিয়ার শেষের পথে বলেই আমি মনে করি।”

[আরও পড়ুন: জন্মদিনে বড় ঘোষণা সৌরভের, কী বললেন মহারাজ?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement