সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যাব ফোরে আর নেই বিরাট কোহলি (Virat Kohli)। নিজের ইউটিউব চ্যানেলে এমনই দাবি করলেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া (Aakash Chopra)।
ফ্যাব ফোর বা ফ্যাবুলাস ফোর, এই তালিকায় ছিলেন চার তারকা। তাঁদের মধ্যে ছিলেন কোহলিও। কিন্তু টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় কোহলি রান পাননি। সেই কারণে আকাশ চোপড়া মনে করেন, ফ্যাব ফোরের যে তালিকা, তা থেকে ছিটকে গিয়েছেন কোহলি। ফ্যাব ফোরের পরিবর্তে ফ্যাব থ্রি হওয়া উচিত। সেই তালিকায় থাকা উচিত পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের।
আকাশ চোপড়া বলছেন, ”কেন আর জো রুটকে নিয়ে কোনও প্রশ্ন নেই। স্টিভ স্মিথের গড় ৫০, ছ’টি সেঞ্চুরি করেছে সম্প্রতি। ওকে নিয়েও কোনও প্রশ্ন নেই। কিন্তু এই মুহূর্তে ডেভিড ওয়ার্নার এবং বিরাট কোহলির যা ফর্ম তাতে ওরা ফ্যাব ফোরের অন্তর্ভূক্ত নয়। এই মুহূর্তে কোনও ফ্যাব ফোর নেই। ফ্যাব থ্রি রয়েছে।”
আকাশ চোপড়া মনে করেন ফ্যাব থ্রি-তে বাবর আজমের জায়গা পাওয়া উচিত। আকাশ চোপড়া বলছেন, ”জো রুট, কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথ রয়েছে তালিকায়। কিন্তু তালিকা থেকে ছিটকে গিয়েছে কোহলি। ছিটকে গিয়েছে ওয়ার্নারও। কোহলি হয়তো সেই তালিকায় ফিরেও আসবে কিন্তু ওয়ার্নার ফিরতে পারবে কিনা, এব্যাপারে আমি নিশ্চিত নই। ওয়ার্নারের ক্রিকেট কেরিয়ার শেষের পথে বলেই আমি মনে করি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.