Advertisement
Advertisement

Breaking News

দ্রাবিড়হীন ভারতের টেস্ট অধিনায়কদের সংবর্ধনা সভা

বৃহস্পতিবার কানপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাটদের মাঠে নামার আগে প্রাক্তন ভারতীয় টেস্ট অধিনায়কদের বিশেষ সম্মান জানাল বিসিসিআই৷

Former India Captains Felicitated, Rahul Dravid was missing
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 22, 2016 5:47 pm
  • Updated:September 22, 2016 6:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫টি টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন৷ যার মধ্যে ৮টি টেস্টে জয়ী ভারত৷ তা সত্ত্বেও ভারতীয় টেস্ট অধিনায়কদের সংবর্ধনা জানানোর দিন তাঁকেই দেখা গেল না৷ দেশের মাটিতে ভারতীয় দলের ৫০০তম টেস্ট ম্যাচের প্রাক্কালে মিস্টার ডিপেন্ডবলকে মিস করলেন তাঁর অগণিত ভক্ত৷

বৃহস্পতিবার কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটদের মাঠে নামার আগে প্রাক্তন ভারতীয় টেস্ট অধিনায়কদের বিশেষ সম্মান জানাল বিসিসিআই৷ ৫০০তম টেস্টকে স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ বোর্ডের৷ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব শুক্লা ও বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর সম্মান জানান অজিত ওয়াড়েকর, কপিল দেব, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্কসরকর, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, রবি শাস্ত্রী, মহম্মদ আজহারউদ্দিন, শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলে এবং মহেন্দ্র সিং ধোনিকে৷ বহুদিন পর সৌরভের সঙ্গে এক মঞ্চে দেখা গেল আজহারকে৷ কিন্তু মঞ্চে ছিলেন না ‘দ্য ওয়াল’৷ যে দেশে টেস্ট ম্যাচ আর দ্রাবিড় সমার্থক শব্দ, সেখানে এমন দৃশ্য দর্শকদের দৃষ্টিকটূ লাগবে বৈকি৷

Advertisement

১৯৩২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে টেস্ট অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া৷ সেবার ক্যাপ্টেনের ভূমিকায় ছিলেন সি কে নাইডু৷ তারপর মোট ৩২ জন টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন৷ ক্রিকেটের সেই আভিজাত্যকে বর্তমানে বয়ে নিয়ে চলেছেন বিরাট কোহলি৷ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৫০০ টেস্ট খেলা দলের ক্লাবে যোগ দিল ভারতও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement