সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে কতই না রেকর্ড গড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)! গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে শচীন তেণ্ডুলকরকে ছুঁয়েছেন তিনি। সেই বিরাট কোহলি কেমন ফুটবলার? ফুটবল খেলতে দেখা গিয়েছে কোহলিকে।
অনুশীলনে মাঝে মধ্যে ফুটবল পায়ে দক্ষতারও পরিচয় দেন বিরাট। সেই ভিডিও দেখা যায় সোশাল মিডিয়ায়। ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh) বিরাট কোহলির ফুটবল দক্ষতার উপরে আলোকপাত করলেন এক সাক্ষাৎকারে। যুবি রসিকতা করে কোহলিকে কটাক্ষ করে বলেছেন, বিরাট নিজেকে রোনাল্ডো মনে করে। কিন্তু ও রোনাল্ডো নয়।”
ব্যাট হাতে বিরাট অসম্ভবকে সম্ভব করতে পারেন। যে কোনও রান তাড়া করতে দক্ষ তিনি। ভারতের প্রাক্তন তারকা কোহলির ফুটবল দক্ষতা প্রসঙ্গে বলছেন, ”ফুটবল মাঠে আমার আর বিরাটের মধ্যে দারুণ লড়াই হয়েছে। নেহরা-বীরুর সঙ্গেও বড় সড় লড়াই হয়েছে।”
এর পরেই যুবিকে বলতে শোনা গিয়েছে, ”কোহলি নিজেকে বড় প্লেয়ার বলে মনে করে। ওর স্কিল আছে ঠিকই, তবে আমার স্কিল ওর থেকেও বেশি। দুর্দান্ত ব্যাটসম্যান কোহলি, কিন্তু আমি ওর থেকে ভালো ফুটবলার। বিরাট নিজেকে মনে করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু আসলে ও তা নয়। ক্রিকেটে ওকে রোনাল্ডো বলাই যায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.