Advertisement
Advertisement
Van Der Sar

মস্তিষ্কে রক্তক্ষরণ ফান ডর সরের, গুরুতর অসুস্থ হয়ে ভরতি আইসিইউতে

ছুটি কাটাতে ক্রোয়েশিয়ায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফান ডর সর।

Former goalkeeper of Netherlands Edwin Van der Sar In hospital after brain haemorrhage । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 8, 2023 9:09 am
  • Updated:July 8, 2023 9:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি হয়েছেন এডউইন ফান ডর সর (Edwin van der Sar)। এই প্রাক্তন তারকা গোলরক্ষকের মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছে বলে জানা গিয়েছে। আপাতত পরিস্থিতি স্থিতিশীল হলেও হাসপাতালের ইনসেনটিভ কেয়ারে রাখা হয়েছে তাঁকে।

সূত্রের খবর, ছুটি কাটাতে ক্রোয়েশিয়ায় গিয়েছিলেন এই ডাচ তারকা। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নেদারল্যান্ডসের ক্লাব আয়াখসের তরফে এক বিবৃতি দিয়ে ফান ডর সরের অসুস্থতার খবর স্বীকার করে নেওয়া হয়েছে। পাশাপাশি তঁার দ্রুত সুস্থতাও কামনা করেছে তারা। ফান ডর সরের সুস্থতা চেয়ে বিবৃতি দিয়েছে তাঁর আরেক প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও।  

Advertisement

[আরও পড়ুন: ‘রিঙ্কুকে দলে নেওয়া উচিত ছিল’, বলছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার]

 

উল্লেখ্য, মে মাসেই ফান ডর সর জানিয়েছিলেন, আয়াখসের সিইও পদ এবার তিনি ছেড়ে দেবেন। এই কঠিন কাজ এগিয়ে নিয়ে যাওয়া তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। ঘরোয়া লিগে আয়াখস এবার তিনে শেষ করে। এটাই ঘরোয়া লিগে আয়াখসের সব থেকে খারাপ পারফরম্যান্স। উল্লেখ্য, নেদারল্যান্ডসের বিখ্যাত এই ক্লাবের হয়ে প্রায় এক দশক খেলেন ফান ডর সর। 

[আরও পড়ুন: হাসিনার সঙ্গে সাক্ষাতের পরই সিদ্ধান্ত বদল, অবসর প্রত্যাহার তামিমের]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement